কানাইঘাট নিউজ ডেস্ক: তিনতলা
থেকে লাফ দিলেন মার্কিন সংগীত তারকা বিয়োন্স। অবকাশ যাপনে বিয়োন্স ও জে
জি দম্পতি বর্তমানে ইতালির সার্দিনিয়া দ্বীপে অবস্থান করছেন। সেখানে
বিয়োন্স তার তিনতলা উঁচু প্রমোদতরি থেকে লাফ দেন।
নিচেই বসে ছিলেন স্বামী র্যাপার জে জি। কিন্তু তিনি একবারের জন্যও বিয়োন্সকে আটকালেন না। বরং বসে বসে ফোন দিয়ে স্ত্রীর সেই লাফিয়ে পড়ার ছবি তুললেন! সবচেয়ে বড় কথা এতটুকু পড়ে নিশ্চই অবাক হয়েছেন। কিন্তু না তিনতলা থেকে লাফিয়ে পড়লেও বিয়োন্স একদম অক্ষত আছেন। কারণ, তিনি লাফিয়ে পানিতে পড়েছেন।
ভ্রমণের একপর্যায়ে বিয়োন্সকে দেখা যায় তার ভাড়া করা বিলাসবহুল প্রমোদতরি 'গ্যালাকটিকা স্টার'-এর তিনতলা থেকে লাফিয়ে পড়তে। সে সময় জনপ্রিয় র্যাপার জে জি ছিলেন প্রমোদতরির বাইরে একটি স্পিডবোটে বসা। সেখান থেকেই স্ত্রীর সেই সাহসী লম্ফ ক্যামেরাবন্দী করছিলেন তিনি।
ধারণা করা হচ্ছে, প্রায় ৩০ ফুট উঁচু থেকে বিয়োন্স এই লাফ দিয়েছেন। বোঝাই যাচ্ছে, গানের জগতের এই প্রভাবশালী দম্পতিকে অলিম্পিকের মাতাল হাওয়া স্পর্শ করেছে।
টিএমজি
নিচেই বসে ছিলেন স্বামী র্যাপার জে জি। কিন্তু তিনি একবারের জন্যও বিয়োন্সকে আটকালেন না। বরং বসে বসে ফোন দিয়ে স্ত্রীর সেই লাফিয়ে পড়ার ছবি তুললেন! সবচেয়ে বড় কথা এতটুকু পড়ে নিশ্চই অবাক হয়েছেন। কিন্তু না তিনতলা থেকে লাফিয়ে পড়লেও বিয়োন্স একদম অক্ষত আছেন। কারণ, তিনি লাফিয়ে পানিতে পড়েছেন।
ভ্রমণের একপর্যায়ে বিয়োন্সকে দেখা যায় তার ভাড়া করা বিলাসবহুল প্রমোদতরি 'গ্যালাকটিকা স্টার'-এর তিনতলা থেকে লাফিয়ে পড়তে। সে সময় জনপ্রিয় র্যাপার জে জি ছিলেন প্রমোদতরির বাইরে একটি স্পিডবোটে বসা। সেখান থেকেই স্ত্রীর সেই সাহসী লম্ফ ক্যামেরাবন্দী করছিলেন তিনি।
ধারণা করা হচ্ছে, প্রায় ৩০ ফুট উঁচু থেকে বিয়োন্স এই লাফ দিয়েছেন। বোঝাই যাচ্ছে, গানের জগতের এই প্রভাবশালী দম্পতিকে অলিম্পিকের মাতাল হাওয়া স্পর্শ করেছে।
টিএমজি
খবর বিভাগঃ
বিনোদন
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়