Thursday, August 11

মেসির জোড়া গোলের নৈপুণ্যে গাম্পার ট্রফি বার্সার

মেসির জোড়া গোলের নৈপুণ্যে গাম্পার ট্রফি বার্সার

কানাইঘাট নিউজ ডেস্ক: লিওনেল মেসি কাম্প নউয়ে ফিরেই জ্বলে উঠলেন। আর্জেন্টিনার তারকা ফরোয়ার্ডের জোড়া গোলে পারফরম্যান্সে ইতালির ক্লাব সাম্পদোরিয়াকে হারিয়ে জন গাম্পার ট্রফি জিতে নিয়েছে বার্সেলোনা।

বুধবার রাতে ম্যাচটি ৩-২ গোলে জেতে গত মৌসুমে ডাবল জেতা বার্সেলোনা। মেসি দুই গোল করা ছাড়াও লুইস সুয়ারেসের গোলে অবদান রাখেন। সাম্পদোরিয়ার গোল দুটি করেন লুইস মুরিয়েল ও আন্তে বুদিমির।

২১তম মিনিটে ডান দিক থেকে ইভান রাকিতিচের দেওয়া ক্রস ধরে গোলরক্ষকে কাটিয়ে ব্যবধান দ্বিগুণ করেন মেসি। দুই মিনিট পর দারুণ গোছানো এক আক্রমণে ব্যবধান কমান কলম্বিয়ার ফরোয়ার্ড মুরিয়েল।

তবে মেসির নৈপুণ্যে ৩৪তম মিনিটে ফের ব্যবধান বাড়িয়ে নেয় বার্সেলোনা। প্রায় ৩০ গজ দূর থেকে বাঁকানো ফ্রি-কিকে সামনের রক্ষণ প্রাচীরের উপর দিয়ে বাঁ পোস্ট ঘেঁষে বল জালে জড়ান পাঁচবারের বর্ষসেরা ফুটবলার।

৬৬তম মিনিটে মেসির ক্রস ডি-বক্সে ফাঁকায় পেয়ে গোলরক্ষকের উপর দিয়ে শট নেন আর্দা তুরান; কিন্তু বল ক্রসবারে লেগে ফিরে আসে। ৭৪তম মিনিটে মেসিকে উঠিয়ে ফরোয়ার্ড মুনির এল হাদ্দাদিকে নামান কোচ লুইস এনরিকে।  

৭৭তম মিনিটে বাঁদিক থেকে জোরালো কোনাকুনি শটে ব্যবধান কমিয়ে লড়াই জমিয়ে তোলেন বসনিয়া ও হার্জেগোভিনার ফরোয়ার্ড বুদিমির। তবে বাকি সময়ে তারা আর কোনো গোল করতে না পারায় গাম্পার ট্রফি ধরে রাখার আনন্দেই মাঠ ছাড়ে বার্সেলোনা।  

বার্সেলোনার প্রতিষ্ঠাতা সদস্য, সাবেক খেলোয়াড় ও সভাপতি জন গাম্পারের নামানুসারে এই ট্রফির আয়োজন করে বার্সেলোনা; এবার এই ট্রফির ৫১তম সংস্করণের ফাইনাল হলো।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়