কানাইঘাট নিউজ ডেস্ক:
বৃহস্পতিবার রাতে হয়ে গেলো চ্যাম্পিয়নস লিগের ড্র। অপেক্ষাকৃত দুর্ভল
দলগুলো গ্রুপ পর্বে সহজ প্রতিপক্ষ খুজে। গ্রুপ 'সি' তে বার্সার সাথে আছে
ম্যানচেষ্টার সিটি। গত মৌসুমে সাড়া ফেলে দেয়া লেস্টার সিটি আছে গ্রুপ ‘জি’
এ।
ইউরোপিয়ান ক্লাব ফুটবলে সবচেয়ে মর্যাদাপূর্ণ প্রতিযোগিতা উয়েফা চ্যাম্পিয়নস লিগ। গত মৌসুমে অ্যাটলেটিকো মাদ্রিদকে হারিয়ে এই প্রতিযোগিতার শিরোপা জিতেছিল রিয়াল মাদ্রিদ।
এবারের মৌসুমে শিরোপা কার ঘরে উঠবে, সেটা সময়ই বলে দেবে। তার আগে বৃহস্পতিবার রাতে মোনাকোতে হয়ে গেল চ্যাম্পিয়নস লিগের ড্র।
গ্রুপ পর্বের লড়াই শুরু হবে আগামী ১৩ সেপ্টেম্বর। আগামী বছরের ৩ জুন ফাইনাল। এবারের ফাইনাল হবে কার্ডিফের মিলেনিয়াম স্টেডিয়ামে।
দেখে নিন কে কোন গ্রুপে -
গ্রুপ ‘এ’:
পিএসজি, আর্সেনাল, বাসেল, লুদোগোরেৎস
গ্রুপ ‘বি’:
বেনফিকা, নাপোলি, ডায়নামো কিয়েভ, বেসিকতাস
গ্রুপ ‘সি’:
বার্সেলোনা, ম্যানচেস্টার সিটি, বরুসিয়া মনশেনগ্লাডবাখ, সেল্টিক
গ্রুপ ‘ডি’:
বায়ার্ন মিউনিখ, অ্যাটলেটিকো মাদ্রিদ, পিএসভি আইন্দহফেন, রোস্তভ
গ্রুপ ‘ই’:
সিএসকেএ মস্কো, বায়ের লেভারকুসেন, টটেনহাম, মোনাকো
গ্রুপ ‘এফ’:
রিয়াল মাদ্রিদ, বরুসিয়া ডর্টমুন্ড, স্পোর্টিং সিপি, লেগিয়া ওয়ারশ
গ্রুপ ‘জি’:
লেস্টার সিটি, পোর্তো, ক্লাব ব্রুগে, কোপেনহেগেন
গ্রুপ ‘এইচ’:
জুভেন্টাস, সেভিয়া, লিওঁ, ডায়নামো জাগরেব।
ইউরোপিয়ান ক্লাব ফুটবলে সবচেয়ে মর্যাদাপূর্ণ প্রতিযোগিতা উয়েফা চ্যাম্পিয়নস লিগ। গত মৌসুমে অ্যাটলেটিকো মাদ্রিদকে হারিয়ে এই প্রতিযোগিতার শিরোপা জিতেছিল রিয়াল মাদ্রিদ।
এবারের মৌসুমে শিরোপা কার ঘরে উঠবে, সেটা সময়ই বলে দেবে। তার আগে বৃহস্পতিবার রাতে মোনাকোতে হয়ে গেল চ্যাম্পিয়নস লিগের ড্র।
গ্রুপ পর্বের লড়াই শুরু হবে আগামী ১৩ সেপ্টেম্বর। আগামী বছরের ৩ জুন ফাইনাল। এবারের ফাইনাল হবে কার্ডিফের মিলেনিয়াম স্টেডিয়ামে।
দেখে নিন কে কোন গ্রুপে -
গ্রুপ ‘এ’:
পিএসজি, আর্সেনাল, বাসেল, লুদোগোরেৎস
গ্রুপ ‘বি’:
বেনফিকা, নাপোলি, ডায়নামো কিয়েভ, বেসিকতাস
গ্রুপ ‘সি’:
বার্সেলোনা, ম্যানচেস্টার সিটি, বরুসিয়া মনশেনগ্লাডবাখ, সেল্টিক
গ্রুপ ‘ডি’:
বায়ার্ন মিউনিখ, অ্যাটলেটিকো মাদ্রিদ, পিএসভি আইন্দহফেন, রোস্তভ
গ্রুপ ‘ই’:
সিএসকেএ মস্কো, বায়ের লেভারকুসেন, টটেনহাম, মোনাকো
গ্রুপ ‘এফ’:
রিয়াল মাদ্রিদ, বরুসিয়া ডর্টমুন্ড, স্পোর্টিং সিপি, লেগিয়া ওয়ারশ
গ্রুপ ‘জি’:
লেস্টার সিটি, পোর্তো, ক্লাব ব্রুগে, কোপেনহেগেন
গ্রুপ ‘এইচ’:
জুভেন্টাস, সেভিয়া, লিওঁ, ডায়নামো জাগরেব।
খবর বিভাগঃ
খেলাধুলা
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়