Saturday, August 13

কানাইঘাটে শেখ রাসেল ডিজিটাল ল্যাব উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী


নিজস্ব প্রতিবেদক: সারাদেশের ন্যায় কানাইঘাট উপজেলায় ৩টি শিক্ষা প্রতিষ্ঠানে শেখ রাসেল ডিজিটাল ল্যাব এর উদ্বোধন করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে ডিজিটাল ল্যাবগুলোর উদ্বোধন করেন। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর ল্যাবগুলো বাস্তবায়ন করছে। এ উপলক্ষে কানাইঘাট উপজেলা পরিষদ সন্মেলন কক্ষে কানাইঘাট উপজেলা প্রশাসনের আয়োজনে এক সভা উপজেলা নির্বাহী কর্মকর্তা তারেক মোহাম্মদ জাকারিয়ার সভাপতিত্বে অনুষ্টিত হয়। এতে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আশিক উদ্দিন চৌধুরী,কানাইঘাট মহিলা কলেজের অধ্যক্ষ ও সদর ইউপি'র সাবেক চেয়ারম্যান সিরাজুল ইসলাম,সিলেট জেলা আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক ও কানাইঘাট সাতবাঁক ইউপির চেয়ারম্যান মোস্তাক আহমদ পলাশ,কানাইঘাট ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ লোকমান হোসাইন,কানাইঘাট শিক্ষক সমিতির সভাপতি বীরদল এন.এম একাডেমীর প্রধান শিক্ষক জার উল্লাহ,২নং লক্ষীপ্রসাদ ইউ’পি চেয়ারম্যান জেমস্ লিও ফারগুসন নানকা, ৭নং দক্ষিণ বানীগ্রাম ইউপি চেয়ারম্যান মাসুদ আহমদ, ৫নং বড়চতুল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মুবশ্বির আলী চাচাই, ৩নং দীঘিরপাড় পূর্ব ইউ,পি চেয়ারম্যান আলী হোসেন কাজল, কানাইঘাট পৌরসভার ৮নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ তাজ উদ্দিন,বড়দেশ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নুর উদ্দিনসহ বিভিন্ন স্কুল কলেজের শিক্ষকমন্ডলী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। । ভিডিও কনফারেন্সের মাধ্যমে গাছবাড়ী মর্ডান একাডেমী, বড়দেশ উচ্চ বিদ্যালয় ও জুলাই আদর্শ উচ্চ বিদ্যালয় ডিজিটাল ল্যাবের উদ্বোধন হয়।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়