কানাইঘাট নিউজ ডেস্ক:
পৃথিবীর সর্বাধিক পঠিত গ্রন্থ হলো মহিমান্বিত আল কুরআন। এই পবিত্র কুরআনই মুসলমানদের নাজাতের জন্য যথেষ্ট। মুসলমানদের সকল সমস্যা সমাধানের সবচেয়ে নির্ভার যোগ্য উৎসও এটি। আমরা সকলে জানি, ৭ দিনে এক সপ্তাহ। কিন্তু পবিত্র কুরআনে সপ্তাহের কয় দিনের নাম উল্লেখ রয়েছে সেটা সম্পর্কে কি আমরা অবগত?
৭ দিনের মধ্যে মহান আল্লাহ পবিত্র কুরআনে সপ্তাহের ২ দিনের নাম উল্লেখ করেছেন। যেগুলো হচ্ছে: শনিবার ও শুক্রবার।
শনিবার: পবিত্র কুরআনে আস-সাবত তথা শনিবার উল্লেখ রয়েছে সূরা নিসা-তে ৪৭ নম্বর আয়াতে। এই আয়াতে বলা হয়েছে, ‘হে যারা গ্রন্থ প্রদত্ত হয়েছ(আহলে কিতাব), যা আমরা অবতীর্ণ করেছি(যেহেতু) তা তোমাদের সাথে যা আছে তাকে সমর্থন করে, (সুতরাং) তোমরা তার(কুরআন) প্রতি বিশ্বাস স্থাপন কর, এর(সেদিন আসার) পূর্বে যে(দিন), আমরা চেহারাগুলোকে বিকৃত করে পৃষ্ঠের দিকে করে দেব অথবা যেভাবে আমরা শনিবারের(নির্দেশ অমান্য কারীদের) অধিকারীদের প্রতি অভিশাপ বর্ষণ করেছিলাম তেমনি তাদের প্রতিও অভিশাপ বর্ষণ করব; এবং আল্লাহর আদেশ অবশ্যই বলবত হয়ে থাকে।’
এছাড়াও সূরা বাকারা’র ৬৫ নম্বর ও সূরা আ’রাফে’র ১৬৩ নং আয়াতে শনিবার এর উল্লেখ রয়েছে।
শুক্রবার: পবিত্র কুরআনে জুমা তথা শুক্রবার মাত্র একটি আয়াতে উল্লেখ করা হয়েছে। সূরাটির নাম হচ্ছে জুমু’আ। এই সূরার ৯ নম্বর আয়াতে বলা হয়েছে, ‘হে বিশ্বাসীগণ! জুমআর দিনে যখন নামাযের জন্য আহবান করা হয় তখন তোমরা আল্লাহর স্মরণের দিকে ধাবিত হও এবং ক্রয়-বিক্রয় ত্যাগ কর, এটাই তোমাদের জন্য কল্যাণকর যদি তোমরা জান!’
খবর বিভাগঃ
ইসলাম
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়