Saturday, August 13

গুলশান হামলা: ফের রিমান্ডে হাসনাত-তাহমিদ

গুলশান হামলা: ফের রিমান্ডে হাসনাত-তাহমিদ

কানাইঘাট নিউজ ডেস্ক: গুলশান হামলার মামলায় আজ শনিবার গ্রেফতার দেখানো হাসনাত করিমের দ্বিতীয় দফায় ৮ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। ম্যাজিস্ট্রেট মো. এমদাদুল হকের আদালতে পুলিশ তার ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেছিল। গুলশানে হলি আর্টিজান বেকারিতে হামলায় সন্ত্রাসবিরোধী আইনের মামলা একটি মামলায় ৩ আগস্ট তাকে ৫৪ ধারায় সন্দেহভাজন হিসেবে গ্রেফতারের পর আজ শনিবার গুলশান হামলার মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়।

অন্যদিকে হলি আর্টিজান রেস্তোরাঁয় হামলার ঘটনায় তাহমিদ হাসিবকে শনিবার বিকেলে ছয় দিনের রিমান্ড দিয়েছেন আদালত। ঢাকা মহানগর হাকিম মোহাম্মদ গোলাম নবী তাহমিদের সাত দিনের রিমান্ড শুনানি শেষে এই রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে গত ৮ আগস্ট প্রথম দফায় হাসনাত ও তাহমিদের ৮দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। আদালতে হাজির করে তাদের ১০ দিনের রিমান্ডের আবেদন করেন কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্যান্সনেশনাল ক্রাইম ইউনিট এর পরিদর্শক মোহাম্মদ হুমায়ন কবির। ঢাকা মহানগর হাকিম নুরুন্নাহার ইয়াসমিনের আদালতে শুনানি শেষে ৮দিনের রিমান্ড মঞ্জুর করা হয়।

ওই রিমান্ড আবেদনে বলা হয়েছিল, হাসনাত করিম নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হিজবুত তাহরীরের সদস্য এবং তাহমিদ তার সহযোগী। বিভিন্ন সময় তাহমিদ হাসনাতকে সহযোগিতা করেছে। হাসনাত ও তাহমিদের আইনজীবী জামিনের আবেদন করলে বিচারক তা খারিজ করে দিয়ে ৮ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

উল্লেখ্য, ১ জুলাই গুলশানের হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলায় দুই পুলিশ কর্মকর্তাসহ দেশি-বিদেশি ২২ নাগরিক নিহত হয়। পরে ভোরে সেনাবাহিনীর কমান্ডো অভিযানে ছয় জঙ্গি নিহত হয়। অভিযানের পর ওই রেস্টুরেন্ট থেকে ৩২ জিম্মিকে উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত জিম্মিদের মধ্যে হাসনাত করিম ও তাহমিদের রহস্যজনক আচরণের কারণে তাদের গোয়েন্দা কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।

হাসনাত করিম বাংলাদেশ ও ব্রিটেনের দ্বৈত নাগরিক। ব্রিটেনের নাগরিক হলেও সম্প্রতি তিনি দেশে ফিরে এসে বাবার আর্কিটেক্ট ফার্মে পরিচালকের দায়িত্ব পালন করছিলেন। ঘটনার দিনে মেয়ের জন্মদিন উপলক্ষে তিনি হলি আর্টিজানে পরিবার নিয়ে খেতে গিয়েছিলেন।   

অন্যদিকে, তাহমিদ হাসিব খান আফতাব বহুমুখী ফার্মের ব্যবস্থাপনা পরিচালক ফজলে রহিম খান শাহরিয়ারের ছেলে। তিনি কানাডার টরন্টো বিশ্ববিদ্যালয়ের ছাত্র এবং কানাডার স্থায়ী নাগরিক। ১ জুলাই গুলশান হামলার দিনই দুপুরে ঢাকায় আসেন তাহমিদ।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়