কানাইঘাট নিউজ ডেস্ক: কাল
বৃহস্পতিবার সকালে অপারেশন টেবিলে শুতে হবে বাংলাদেশের বিস্ময়কর বোলার
মোস্তাফিজুর রহমানকে। ইংল্যান্ডের ক্রোমওয়েল হাসপাতালে তাকে অপারেশন করবেন
বিখ্যাত সার্জন অ্যান্ড্রু ওয়ালেস। অপারেশনের পাশে উপস্থিত থাকা ও এরপরের
পুনর্বাসন প্রক্রিয়া সম্পর্কে ধারণা নিতে ইতিমধ্যে ইংল্যান্ডে উপস্থিত
হয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী।
সে সময় তাকে সাহস দিতে উপস্থিত থাকবেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন।
ইংল্যান্ডে কাউন্টি খেলতে যাওয়ার শুরু থেকেই হোটেলে থাকছেন না মোস্তাফিজ। তিনি সেখানে থাকছেন প্রবাসী বাংলাদেশী এজিএম সাব্বিরের বাসায়। এছাড়া গত একমাস ধরে তাকে দেখাশুনা করছেন তিনি। উক্ত অপারেশনে মোস্তাফিজের অভিভাবকের দায়িত্ব পালন করবেন তিনি।
অপারেশনের আগে যে নার্ভাসনেস থাকার কথা, মুস্তাফিজের সেই অবস্থা কাটানোর জন্য বিসিবির চেষ্টার কমতি নেই। মুস্তাফিজ নিজে অবশ্য বেশ ফুরফুরে আছেন বলেই জানা যাচ্ছে।
মোস্তাফিজের চিন্তিত হওয়ার বিষয় নিয়ে সাব্বির জানিয়েছেন, দিব্যি ঘুরে ফিরে, মজা করেই সময় কাটাচ্ছেন বাংলাদেশী এই ফাস্ট বোলার।
সে সময় তাকে সাহস দিতে উপস্থিত থাকবেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন।
ইংল্যান্ডে কাউন্টি খেলতে যাওয়ার শুরু থেকেই হোটেলে থাকছেন না মোস্তাফিজ। তিনি সেখানে থাকছেন প্রবাসী বাংলাদেশী এজিএম সাব্বিরের বাসায়। এছাড়া গত একমাস ধরে তাকে দেখাশুনা করছেন তিনি। উক্ত অপারেশনে মোস্তাফিজের অভিভাবকের দায়িত্ব পালন করবেন তিনি।
অপারেশনের আগে যে নার্ভাসনেস থাকার কথা, মুস্তাফিজের সেই অবস্থা কাটানোর জন্য বিসিবির চেষ্টার কমতি নেই। মুস্তাফিজ নিজে অবশ্য বেশ ফুরফুরে আছেন বলেই জানা যাচ্ছে।
মোস্তাফিজের চিন্তিত হওয়ার বিষয় নিয়ে সাব্বির জানিয়েছেন, দিব্যি ঘুরে ফিরে, মজা করেই সময় কাটাচ্ছেন বাংলাদেশী এই ফাস্ট বোলার।
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়