Tuesday, August 16

কানাইঘাট অাইনজীবি ফোরামের নতুন কমিটি গঠন


কানাইঘাট নিউজ ডেস্ক: কানাইঘাট অাইনজীবি ফোরাম সিলেটের নতুন কমিটি গঠন করা হয়েছে। সিনিয়র অাইনজীবি মো: এখলাছুর রহমানকে সভাপতি ও ফখরুল ইসলামকে সাধারণ সম্পাদক করে দুই বছর মেয়াদী কমিটি গঠন করা হয়। অাজ মঙ্গলবার নগরীর এক অভিজাত হোটেলে কমিটি গঠন উপলক্ষে এক সভা অনুষ্টিত হয়। কমিটিতে দুজন উপদেষ্টা করা হয়েছে। তারা হলেন বিজ্ঞ অাইনজীবি মোহাম্মদ ইলিয়াছ ও মাসুক অাহমদ চৌধুরী। কমিটির অন্যান্য নেতৃবৃন্দ হলেন সহ সভাপতি এডভোকেট ইসলাম উদ্দিন, এডভোকেট অাব্দুর রহিম, যুগ্ম সাধারণ সম্পাদব এডভোকেট অাব্দুছ ছাত্তার, অর্থ সম্পাদক এডভোকেট তাজ উদ্দিন মাখন, সাংগঠনিক সম্পাদক এডভোকেট শিব্বির অাহমদ বাবলু, সহ সাংগঠনিক সম্পাদক এডভোকেট ওয়ারিছ উদ্দিন চৌধুরী সেলিম, প্রচার সম্পাদক এডভোকেট মামুন রশীদ, সহ প্রচার সম্পাদক এডভোকেট মাহবুব হোসেন, সাহিত্য সম্পাদক এডভোকেট ইয়াহিয়া, সম্মানিত সদস্য এডভোকেট হুমায়ুন কবির বাবুল, এডভোকেট অাব্দুর রহমান, এডভোকেট অাখলাকুল অাম্বিয়া, এডভোকেট শাহাব উদ্দিন, এডভোকেট মিজানুর রহমান চৌধুরী, এডভোকেট পান্না লাল দাশ,এডভোকেট অাব্দুল হাকিম, এডভোকেট শাহাবউদ্দিন শাহিন, এডভোকেট অাব্দুল হান্নান। নবনির্বাচিত নেতৃবৃন্দ তাদের উপর অর্পিত দায়িত্ত যথাযথ ভাবে পালনে সকলের সহযোগিতা কামনা করেন।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়