কানাইঘাট নিউজ ডেস্ক: দুই
ভাইয়ের মধ্যে অ্যালিস্টার জিতেছেন সোনা, জনি রুপা। অলিম্পিকের ইতিহাসেই গত
৫৬ বছরে একই ইভেন্টে দুই সহোদরের সোনা-রুপা জেতার এটাই প্রথম কীর্তি।
বড় ভাই অ্যালিস্টারের অবদানের কথাও জানাতে ভুললেন না জনি, 'অ্যালিস্টার না থাকলে আমি এখানে আসতে পারতাম বলে মনে হয় না'। ১৩-১৪ বছর বয়সে একবার মনে হয়েছিল, আমি হয়তো খেলা আর চালিয়ে যেতে পারব না। তখন অ্যালিস্টারের জন্যই নিজেকে ফিরে পেয়েছিলাম। প্রতিদিন সকালে ওর ডাকেই আমার ঘুম ভাঙত। তাগাদা দিয়ে বলত, 'চলো, চলো, আমাদের দৌড়াতে হবে'।
ট্রায়াথলন এমনিতেই অলিম্পিকের সবচেয়ে কঠিনতম পরীক্ষাগুলোর একটি। প্রায় দেড় কিলোমিটার সাঁতরানোর পর আবার ৪০ কিলোমিটার বাইসাইকেল ভ্রমণ শেষে ১০ কিলোমিটার দৌড়ানো। অ্যালিস্টার এর মধ্যেই এই ইভেন্টে কিংবদন্তি, প্রথম অ্যাথলেট হিসেবে ট্রায়াথলনে টানা দুই অলিম্পিকে সোনা জয়ও হয়ে গেছে।
সে তুলনায় জনিরই বেশি উন্নতি হয়েছে, লন্ডনে ব্রোঞ্জ জিতেছিলেন। এবার রুপা। দুই ভাই মিলে আগের কীর্তি ছাড়িয়ে গেলেন।
পেশাদারির মধ্যেও ভাইয়ের প্রতি জনির শ্রদ্ধা অটুট, 'আমি ওঁকে হারানোর জন্য যা কিছু সম্ভব সবই করেছি'। দিন শেষে আমি রুপা পেয়েছি। আর আমি যদি একজনের কাছেও হারতে চাইতাম, সে হলো অ্যালিস্টার। আমার বয়স এখন ২৬, আরও কয়েক বছর তো খেলবই। এরপরও যদি সোনা না পাই, তখন হয়তো আমার একটু হিংসা হলেও হতে পারে!
বড় ভাই অ্যালিস্টারের অবদানের কথাও জানাতে ভুললেন না জনি, 'অ্যালিস্টার না থাকলে আমি এখানে আসতে পারতাম বলে মনে হয় না'। ১৩-১৪ বছর বয়সে একবার মনে হয়েছিল, আমি হয়তো খেলা আর চালিয়ে যেতে পারব না। তখন অ্যালিস্টারের জন্যই নিজেকে ফিরে পেয়েছিলাম। প্রতিদিন সকালে ওর ডাকেই আমার ঘুম ভাঙত। তাগাদা দিয়ে বলত, 'চলো, চলো, আমাদের দৌড়াতে হবে'।
ট্রায়াথলন এমনিতেই অলিম্পিকের সবচেয়ে কঠিনতম পরীক্ষাগুলোর একটি। প্রায় দেড় কিলোমিটার সাঁতরানোর পর আবার ৪০ কিলোমিটার বাইসাইকেল ভ্রমণ শেষে ১০ কিলোমিটার দৌড়ানো। অ্যালিস্টার এর মধ্যেই এই ইভেন্টে কিংবদন্তি, প্রথম অ্যাথলেট হিসেবে ট্রায়াথলনে টানা দুই অলিম্পিকে সোনা জয়ও হয়ে গেছে।
সে তুলনায় জনিরই বেশি উন্নতি হয়েছে, লন্ডনে ব্রোঞ্জ জিতেছিলেন। এবার রুপা। দুই ভাই মিলে আগের কীর্তি ছাড়িয়ে গেলেন।
পেশাদারির মধ্যেও ভাইয়ের প্রতি জনির শ্রদ্ধা অটুট, 'আমি ওঁকে হারানোর জন্য যা কিছু সম্ভব সবই করেছি'। দিন শেষে আমি রুপা পেয়েছি। আর আমি যদি একজনের কাছেও হারতে চাইতাম, সে হলো অ্যালিস্টার। আমার বয়স এখন ২৬, আরও কয়েক বছর তো খেলবই। এরপরও যদি সোনা না পাই, তখন হয়তো আমার একটু হিংসা হলেও হতে পারে!
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়