নিজস্ব প্রতিবেদক:
কানাইঘাট ৭নং দক্ষিণ বানীগ্রাম ইউপির লামারতালুক গ্রামে ১৬৫টি পরিবারকে বিদ্যুতায়নের আওতায় আনা হয়েছে। সরকারের মাস্টার প্ল্যানের আওতায় প্রায় ৩৬ লক্ষ টাকা ব্যায়ে লামারতালুক গ্রামের ১৬৫টি পরিবারের শুভ বিদ্যুতায়ন উপলক্ষে সোমবার বিকেল ৩টায় লামারতালুক জামে মসজিদ প্রাঙ্গনে এক সূধী সমাবেশের আয়োজন করা হয়। বানীগ্রাম ইউপির চেয়ারম্যান উপজেলা আ’লীগের যুগ্ম আহবায়ক মাসুদ আহমদের সভাপতিত্বে ও মাওঃ মামুনুর রশিদের পরিচালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি উপস্থিত থেকে ১৬৫টি পরিবারে শুভ বিদ্যুতায়নের উদ্বোধন করেন, সিলেট পল্লীবিদ্যুৎ সমিতি-২ এর জি.এম দিলীপ কুমার মজুমদার। বিশেষ অতিথি ছিলেন, কানাইঘাট প্রেসক্লাবের সভাপতি দৈনিক সিলেট বাণীর নির্বাহী সম্পাদক এম.এ হান্নান, কানাইঘাট পল্লীবিদ্যুৎ জোনাল অফিসের ডিজিএম প্রকৌশলী নজরুল ইসলাম মোল্লা, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক নাজিম উদ্দিন, বানীগ্রাম ইউপি ২নং ওয়ার্ডের সদস্য এখলাছুর রহমান, ৭নং ওয়ার্ড সদস্য আব্দুল কুদ্দুছ। বক্তব্য রাখেন, লুৎফুর রহমান, শিব্বির আহমদ, প্রমুখ।
খবর বিভাগঃ
প্রতিদিনের কানাইঘাট
বিশেষ খবর
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়