Friday, August 26

নিখোঁজের ১৬ দিন পর কানাইঘাটের মাদ্রাসা ছাত্র উদ্ধার


কানাইঘাট নিউজ ডেস্ক: সিলেট এসএমপি’র শাহপরাণ রহ. থানার অন্তর্ভূক্ত হাতুড়া গ্রামের ইসলাহুল মুসলিমিন মাদরাসার ৭ম শ্রেণীর ছাত্র ফুজায়েল আহমদ (১৬) কে পাওয়া গেছে। নিখোঁজের ১৬ দিন পর অাজ শুক্রবার বিকেলে গোয়াইনঘাট থানা পুলিশের সহযোগিতায় জাফলং থেকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়। এ তথ্য নিশ্চিত করেন স্থানীয় রসুলপুর গ্রামের অাবুল হাসনাত সাজ্জাদ। সে কানাইঘাট উপজেলার ডাকনাইল দক্ষিণ রসুলপুর গ্রামের ইসরাক আলীর পুত্র। জানা যায়, মাদ্রাসায় বসবাসরত ছাত্র ফুজায়েল আহমদ গত ১৬ আগস্ট মঙ্গলবার সকাল অনুমান ৯টার দিকে হাতুড়া গ্রামের জনৈক লাল মিয়ার বাড়িতে সকাল বেলার খাবার খেতে যায় । কিন্তু সকাল ১০টার মধ্যে মাদ্রাসায় ফিরে না আসায় মাদরাসার সহকারী শিক্ষক মাওলানা সিফাত উল্লাহ লাল মিয়ার সাথে মোবাইল ফোনে যোগাযোগ করলে তিনি জানান ফুজায়েল তার বাড়িতে আসে নাই। এক পর্যায়ে মাদরাসার ছাত্র শিক্ষকগণ তার আত্মীয়-স্বজন সহ সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুজি করে তাকে না পাওয়ায় তার পিতাকে ফোন করে জানালে তিনিও বলেন ফুজায়েল তার বাড়িতে আসে নাই। এ ব্যাপারে মাদরাসার শিক্ষক মাওলানা সিফাত উল্লাহ বাদী হয়ে শাহপরাণ থানায় একটি সাধারণ ডায়রী করেন। যাহার নম্বর ৮০৪/১৬, তাং ১৭/০৮/১৬ইং।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়