Friday, August 19

সিরিয়ায় বোমা হামলায় ২৫ জনের প্রাণহানি

সিরিয়ায় বোমা হামলায় ২৫ জনের প্রাণহানি
কানাইঘাট নিউজ ডেস্ক: সিরিয়ার ইদলিব শহরে বোমা হামলায় শিশুসহ কমপক্ষে ২৫ জন নিহত হয়েছে। সিরিয়ান অবজারবেটরি ফর হিউম্যান রাইটস বৃহস্পতিবার এ খবর জানিয়েছে।

সংস্থাটি জানায়, নিহতের মধ্যে দুইজন শিশু ও ১০ জন বিদ্রোহী যোদ্ধাও রয়েছে। আহতদের মধ্যে অনেকের অবস্থা গুরুতর হওয়ায় নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে জানানো হয়েছে।

স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, সিরিয়ার বিভিন্ন শহরে সিরিয়ার বিমানবাহিনী ও সেনাবাহিনীর আর্টিলারির বোমা হামলায় ৪০ জনের মত নিহত হয়েছে।

ইবদিবের খান শেখহাইন, আল-শেখ মুস্তাফা এবং মারেত আল নুমানসহ অনেক গ্রাম লক্ষ করে হামলা চালানো হয়েছে।

দেশটির কতৃপক্ষ জানায়, বিভিন্ন ‘সন্ত্রাসী গ্রুপ’ যেমন আহরার আল-শাম, জান্দ আল-আকসা এবং অন্যান্য ইসলামী দলকে লক্ষ করে হামলাগুলো চালানো হয়েছে।

ইদলিব শহরটি জাবহাত ফাতেহ আল-শামের দখলে রয়েছে। যা পূর্বে নুসরা ফ্রন্ট নামে পরিচিত ছিল।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়