নিজস্ব প্রতিবেদক:
কানাইঘাট বাজারের নোয়াম সেন্টারের স্টার পয়েন্ট কাপড়ের দোকানের মালিক অবৈধ ভাবে ভারতে অনুপ্রবেশের দায়ে সে দেশের পুলিশের হাতে গ্রেফতারকৃত ব্যবসায়ী শাহিদ আহমদের মুক্তির দাবীতে সরকারকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে কানাইঘাট বাজারের ব্যবসায়ীদের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার বাদ আসর বাজার ত্রিমোহনী পয়েন্টে সর্বস্তরের ব্যবসায়ীদের উদ্যোগে আয়োজিত এ মানববন্ধনে ভারতে গ্রেফতারকৃত ব্যবসায়ী শাহিদ আহমদ কোন জঙ্গী গোষ্ঠী বা মৌলবাদী সংগঠনের সাথে জড়িত নয় দাবী করে ব্যবসায়ীরা তার মুক্তির ব্যাপারে রাষ্ট্রকে এগিয়ে আসার আহ্বান জানান। মানববন্ধনে একাত্মতা প্রকাশ করে বক্তব্য রাখেন, কানাইঘাট বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি সিরাজুল ইসলাম খোকন, বাজারের বিশিষ্ট ব্যবসায়ী জেলা যুবলীগের সদস্য আব্দুল হেকিম শামীম, কানাইঘাট পৌরসভার কাউন্সিলার ব্যবসায়ী ইসলাম উদ্দিন, হাজী জালাল আহমদ, খসরুজ্জামান পারভেজ, হারুনুর রশিদ, আবুল বাশার, শরিফ উদ্দিন, গোলাম আম্বিয়া, ফয়সল আহমদ, মাহবুবুর রহমান, হাফিজ রিয়াজ উদ্দিন, ছাত্রনেতা ইয়াহিয়া ডালিম, শাহেদ আহমদ, আবুল হাসনাত প্রমুখ।
খবর বিভাগঃ
প্রতিদিনের কানাইঘাট
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়