Wednesday, August 31

বিমানের জরুরি অবতরণ, আহত ১২ যাত্রী

বিমানের জরুরি অবতরণ, আহত ১২ যাত্রী

কানাইঘাট নিউজ ডেস্ক: ইউনাইটেড এয়ারলাইনসের একটি বিমান আয়ারল্যান্ডের শ্যানন বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে। এ ঘটনায় শিশুসহ আহত হয়েছে ১২ জন। বিমানে মোট ২০৭ জন যাত্রী এবং ১৩ জন ক্রু ছিল।

বিবিসি সূত্রে এখবর জানা গেছে।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানান, বুধবার স্থানীয় সময় ভোর ৬টার দিকে বোয়িং ৭৬৭-৩০০ বিমানটি জরুরি অবতরণ করে। অবতরণের পরপরই ১০ জন যাত্রী ও দুইজন ক্রুকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সকাল ৬টা ৫৫ মিনিটে বিমানটির লন্ডনের হিথ্রু বিমানবন্দরে পৌঁছানোর কথা ছিল। আহতদেরকে আয়ারল্যান্ডের লিমেরিক কাউন্টির ইউনিভার্সিটি হাসপাতালে ভর্তি করা হয়।

যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের (এফএএ) পক্ষ থেকে বলা হয়, উড়ন্ত বিমানে আরোহীদের আহত হওয়ার অন্যতম প্রধান কারণ খারাপ আবহাওয়া জনিত ঝাঁকুনি।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়