Saturday, August 20

ভূমধ্যসাগরে নৌকাডুবে ৬ জনের মৃত্যু

ভূমধ্যসাগরে নৌকাডুবে ৬ জনের মৃত্যু

কানাইঘাট নিউজ ডেস্ক: গত বছর মধ্য প্রাচ্যের যুদ্ধ বিধ্বস্ত ও দারিদ্র পীড়িত অঞ্চল থেকে পালিয়ে ১০ লাখের বেশি অভিবাসী ইউরোপে পৌঁছেছে। এর মধ্যে কেবল চলতি বছর ভূমধ্যসাগরে ডুবে মৃত্যু হয়েছে ৩ হাজারের বেশি অভিবাসীর। তাতে যোগ হলো আরো ছয়টি প্রাণ।

ভূমধ্যসাগরের লিবিয়া উপকূলে অভিবাসী বহনকারী একটি নৌকা ডুবে দুই শিশুসহ ৬ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিখোঁজ রয়েছে আরো একজন।

মানবাধিকার সংগঠন 'এম.ও.এ.এস' জানায়, গত দুই দিনে ভূমধ্যসাগরে ইতালি ও লিবীয় কোস্ট গার্ড কয়েক দফা তল্লাশি অভিযান চালায়। এসময় দু'টি নৌযান থেকে ৫ শতাধিক অবৈধ অভিবাসীকে উদ্ধার করা হয়। তবে লিবিয়া উপকূলে একটি ডুবে যাওয়া নৌযান থেকে দুই সিরিয়ান শিশুসহ ৬ জনের মৃতদেহ উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত ৫ শতাধিক অভিবাসীর মধ্যে ২৭ জন সিরিয়ান নাগরিক। অন্যদের পরিচয় সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়