কানাইঘাট নিউজ ডেস্ক:
ছাতকে ঘুমন্ত স্বামীর গলা কেটে হত্যার চেষ্টা করেছেন স্ত্রী রেহেনা। ঘটনাটি ঘটেছে উপজেলার কালারুকা ইউনিয়নের খালপার গ্রামে।
আহত স্বামী গোলাম আলীকে মূমুর্ষ অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গত মঙ্গলবার রাতে গ্রামের মৃত আফিজ আলীর পুত্র গোলাম আলী (৩৫)কে স্ত্রী রেহেনা বেগম (৩০) দা দিয়ে জবাই করার চেষ্টা করে।
এ সময় স্বামীর চিৎকারে বাড়ীর লোকজন জড়ো হলে স্ত্রী রেহনা বেগম সটকে পড়েন।
কর্তব্যরত চিকিৎসকরা জানান- ধারালো দায়ের আঘাতে তার গলার বেশ কয়েকটি শিরা-উপশিরা কেটে গেছে।
থানার ওসি আশেক সুজা মামুন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, লিখিত অভিযোগ পেলে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
খবর বিভাগঃ
অপরাধ বার্তা
সারাদেশ
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়