নিজস্ব প্রতিবেদক:
শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশে সন্ত্রাস ও জঙ্গীবাদের বিরুদ্ধে দেশ ব্যাপী সকল শিক্ষা প্রতিষ্ঠানে পালিত কর্মসূচীর অংশ হিসেবে কানাইঘাট উপজেলার সকল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক এবং মাদ্রাসায় সোমবার ঘন্টা ব্যাপী মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। উক্ত মানববন্ধনে সকল শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী, শিক্ষক এবং ম্যানেজিং কমিটির সদস্য ও প্রশাসনের কর্মকর্তারা অংশগ্রহণ করে জঙ্গীবাদের বিরুদ্ধে ছাত্র-শিক্ষক সহ সবাইকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। সন্ত্রাস ও জঙ্গীবাদের শিকড় উপড়ে ফেলতে হলে নিজের পরিবারকে সুরক্ষা এবং সন্তানদের সঠিক দিকনির্দেশনার মাধ্যমে গড়ে তুলতে হবে। জঙ্গীবাদ দেশ, জাতি ও উন্নয়নের শক্রু আখ্যায়িত করে সামাজিক প্রতিরোধ আন্দোলনের মাধ্যমে বিপথগামীদের পরাজিত করে দেশকে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করা হয় মানববন্ধন কর্মসূচীতে। সকাল ১১টা থেকে বেলা ১২টা পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠানের উদ্যোগে মানববন্ধন ও র্যালী অনুষ্ঠিত হয়। কানাইঘাট কলেজ, দূর্গাপুর স্কুল এন্ড কলেজ, কানাইঘাট মহিলা কলেজ, কানাইঘাট সরকারী উচ্চ বিদ্যালয়, রামিজা বালিকা উচ্চ বিদ্যালয়,বীরদল এন.এম.একাডেমী,কানাইঘাট পাবলিক স্কুল। সন্ত্রাস ও জঙ্গীবাদ বিরোধী মানববন্ধনে উপজেলা নির্বাহী কর্মকর্তা তারেক মোহাম্মদ জাকারিয়া, কানাইঘাট থানার অফিসার ইনচার্জ মোঃ হুমায়ুন কবির অংশগ্রহণ করেন। এছাড়া উপজেলার সকল শিক্ষাপ্রতিষ্ঠানে স্বতঃস্ফুর্ত ভাবে উক্ত কর্মসূচী পালিত হয়েছে।
খবর বিভাগঃ
প্রতিদিনের কানাইঘাট
শিক্ষাঙ্গন
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়