কানাইঘাট নিউজ ডেস্ক:
আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে কানাইঘাটে গরীব,অসহায় দুস্থ পরিবারের মাঝে ঈদ বস্ত্র বিতরণ করা হয়েছে। সোমবার দুপুরে স্থানীয় রামিজা বালিকা উচ্চ বিদ্যালয়ে কানাইঘাট উপেজলার অন্যতম সেচ্ছাসেবী সংগঠন"রেনেসাঁ'র উদ্যোগে প্রায় ২০০ গরীব-অসহায় মানুষের মাঝে এ ঈদ বস্ত্র বিতরণ করা হয়। রেনেসাঁ'র সভাপতি মিছবা উল হক চৌধুরীর সভাপতিত্বে এবং সহ-সভাপতি তানভীর আহমেদ পারভেজের পরিচালনায় ঈদবস্ত্র বিতরণ কালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কানাইঘাট পৌরসভার মেয়র নিজাম উদ্দিন আল-মিজান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামিজা বালিকা উচ্চ বিদ্যালেয়র প্রধান শিক্ষক মামুন আহমদ,সহকারী শিক্ষক জামিল আহমদ, হারুন রশীদ। অনুষ্ঠানের শুরুতেই শুভেচ্ছা বক্তব্য রাখেন রেনেসাঁর সিনিয়র সহ-সভাপতি আখতার মাহফুজ। ঈদবস্ত্র নিতে আসা শিশুদের সাথে কথা বলে জানা যায় তারা ঈদবস্ত্র পেয়ে মহা খুশি। উপজেলার বড়বন্দ থেকে আসা শাকিল জানায়, সে আগে কখনো ঈদে এরকম নতুন জামা পায়নি।
এবারের ঈদ সে অনেক আনন্দে কাটাবে। শাকিলের মাও রেনেসাঁ'র পক্ষ থেকে নতুন শাড়ী পেয়েছেন। ঈদ বস্ত্র বিতরণকালে রেনেসাঁ'র কার্যনির্বাহী সদস্যের মধ্যে উপিস্থিত ছিলেন কাওছার আহেমদ, জাহাঙ্গীর আলম, তাসনীম আজাদ রাবী, শাকিল আহমেদ, শাহজাহান রুমান, আব্দুল্লাহ আল মাহফুজ, সাইফুর রহমান, আশরাফ আহমদ, মনির আহমদ, শামীম আহমদ, নাসিম আহমদ, মোছাদ্দেক হুসেইন, ইউসুফ সামীয়ান, দেলোয়ার হুসেইন, সুহেল আহমদ।
খবর বিভাগঃ
প্রতিদিনের কানাইঘাট
বিশেষ খবর
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়