কানাইঘাট নিউজ ডেস্ক: মাত্র ৪
হাজার টাকায় অত্যাধুনিক টাচ স্ক্রিন সমৃদ্ধ নতুন মডেলের ট্যাবলেট পিসি
বাজারে পাওয়া যাচ্ছে। ঈদ উপলক্ষে বসুন্ধরা সিটির লেভেল ৬ এর 'ইলেক্ট্রো
ভিশন' উপহারসহ স্বল্প মূল্যে এই ট্যাবলেট বিক্রি করছে।
এছাড়াও এখান থেকে স্যামসাং, হুয়াউয়ে, নোকিয়া, সিম্ফোনি, ওকাপিয়া, আসুস, লেনোভো, অ্যালকাটেল, মাইক্রোম্যাক্স, মাইসেল, উই, আইনল, শাওমিসহ বিভিন্ন ব্রান্ডের স্মার্টফোন ও ট্যাবলেট পিসি কিনলেই পাওয়া যাবে ছাড় ও উপহার।
এ অফার ঈদ পর্যন্ত চলবে। যোগাযোগ ইলেক্ট্রো ভিশন, লেভেল-৬, ব্লক-বি, দোকান-৯, বসুন্ধরা সিটি, পান্থপথ, ঢাকা।
এছাড়াও এখান থেকে স্যামসাং, হুয়াউয়ে, নোকিয়া, সিম্ফোনি, ওকাপিয়া, আসুস, লেনোভো, অ্যালকাটেল, মাইক্রোম্যাক্স, মাইসেল, উই, আইনল, শাওমিসহ বিভিন্ন ব্রান্ডের স্মার্টফোন ও ট্যাবলেট পিসি কিনলেই পাওয়া যাবে ছাড় ও উপহার।
এ অফার ঈদ পর্যন্ত চলবে। যোগাযোগ ইলেক্ট্রো ভিশন, লেভেল-৬, ব্লক-বি, দোকান-৯, বসুন্ধরা সিটি, পান্থপথ, ঢাকা।
খবর বিভাগঃ
তথ্য প্রযুক্তি
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়