Thursday, July 28

সৌদিতে দুর্ঘটনায় জৈন্তাপুরের ২জন নিহত


কানাইঘাট নিউজ ডেস্ক: সৌদি আরবের আলখারজ মহাসড়কে ফের সড়ক দুর্ঘটনায় দুই বাংলাদেশির মৃত্যু হয়েছে। নিহতরা হল— মো. হানিফ ও দিল মোহাম্মদ দুলাল।নিহত দুজনের বাড়ি সিলেটের জৈন্তাপুর। তারা রিয়াদ থেকে ১০০ কিলোমিটার দূরে আলখারজ শহরে থাকতেন। বুধবার রিয়াদ থেকে ৪০ কিলোমিটার দূরে ‘খাবজা’ নামক স্থানীয় সময় সকাল সাড়ে ৫টায় ওই দুর্ঘটনা ঘটে।প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দ্রুত গতিতে গাড়ি চলার কারণে চাকা পাংচার হয়ে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি সড়কের পাশে উল্টে পড়ে। তাদের পাশের ফ্ল্যাটের অপর এক বাংলাদেশি আব্দুর রাজ্জাক জানান, দিল মোহাম্মদ দুলালের বড় ভাইয়ের পরিবার কিছুদিন আগে সৌদি আরববে আসেন। ভাই ও ভাবি দেশে ফিরে যাচ্ছেন। এয়ারপোর্টে তাদেরকে বিদায় দিয়ে নিহতরা গাড়ি চালিয়ে বাসায় ফিরছিলেন।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়