Monday, July 18

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে ৩ পুলিশ নিহত


কানাইঘাট নিউজ ডেস্ক: যুক্তরাষ্ট্রের লুইজিয়ানায় ব্ন্দুকধারীর গুলিতে তিন পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি। রবিবার ব্যাটন রুজ শহরে এ ঘটনা ঘটে। যুক্তরাষ্ট্র মিডিয়ার বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, এক বন্দুকধারী পুলিশকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। ঘটনাস্থলেই দুই পুলিশ নিহত হয়। আহত হয়েছে আরও পাঁচজন। তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর আগে ৭ জুলাই পুলিশের গুলিতে কৃষ্ণাঙ্গ হত্যার প্রতিবাদে বিক্ষোভ চলাকালে যুক্তরাষ্ট্রের ডালাসে দুই বন্দুকধারীর গুলিতে পাঁচজন পুলিশ কর্মকর্তা নিহত হয়। ওই ঘটনার ১০দিন পর আবারও পুলিশ খুন হলো। পুলিশের এক মুখপাত্র জানান, ঘটনাস্থলটি ঘিরে রাখা হয়েছে। হামলাকারীকে আটক করা হয়েছে কি না সে ব্যাপারে কিছু জানা যায়নি।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়