Tuesday, July 5

জঙ্গিরা মুসলিম হলে আমি মুসলিম নই: সেলিম খান

জঙ্গিরা মুসলিম হলে আমি মুসলিম নই: সেলিম খান
কানাইঘাট নিউজ ডেস্ক: ঢাকার গুলশানের বর্বরোচিত জঙ্গি হামলায় পুরো বিশ্বই শোকাহত। বাংলাদেশের দুই দিনের রাষ্ট্রীয় শোক ছুঁয়ে গেছে বলিউডেও। এরইমধ্যে বেশ কয়েকজন তারকা এই হামলার নিন্দা জানিয়ে বাংলাদেশিদের সমবেদনা জানিয়েছেন।

সেই তালিকায় সর্বশেষ যুক্ত হলো সুপারস্টার সালমান খানের বাবা সেলিম খান। তিনি টুইটারে এ ঘটনার নিন্দা করে বলেন, জঙ্গিরা কেউ মুসলমান বলে তিনি মানেন না।

রোববার রাতের দিকে টানা কয়েকটি টুইটে এ বিষয়ে নিজস্ব দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা দেন সেলিম খান। তিনি বলেন, ‘যেসব লোক কিছুদিন বিরতির পর পর এ ধরনের আক্রমণ বা পরিস্থিতি তৈরি করছেন, পৃথিবীজুড়ে তাদের মুসলিম বলা হচ্ছে। মুসলিম হতে হলে একজন মানুষকে মহানবী (সা.) এবং কোরআন অনুসরণ করতে হয়। আমি জানি না, এসব মানুষ কী অনুসরণ করছে। তবে তারা আর যাই হোক, ইসলাম অনুসরণ করছে না।’

‘যেকোনো কারণেই যদি এরা মুসলিম হয়ে থাকে, তাহলে আমি মুসলিম নই। মহানবী (সা.) বলেছেন, ‘একজন নিরপরাধ ব্যক্তিকে হত্যা করা সমগ্র মানবজাতিকে হত্যা করার সমান। তো এরা কার নির্দেশে মানুষ হত্যা করে বেহেশতে যেতে চায়।’

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়