Sunday, July 17

লর্ডস টেস্ট জিততে পাকিস্তানের দরকার ৪ উইকেট

লর্ডস টেস্ট জিততে পাকিস্তানের দরকার ৪ উইকেট

কানাইঘাট নিউজ ডেস্ক: লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্ট জিততে পাকিস্তানের দরকার ৪ উইকেট। এদিকে ইংল্যান্ডের দরকার ১২৮ রান। আজ রোববার চতুর্থ দিনেই খেলার সমাপ্তি ঘটতে পারে। আজ আরো ৩৫ ওভার খেলা বাকি আছে।

এখন পর্যন্ত ইংল্যান্ড তাদের দ্বিতীয় ইনিংসে ৬ উইকেটে ১৫৬ রান করেছে। পাকিস্তানের পক্ষে রাহাত আলী ৩টি, ইয়াসির শাহ ২টি উইকেট নিয়েছেন। একটি পেয়েছেন ওয়াহাব রিয়াজ।

আজ রোববার ম্যাচের চতুর্থ দিনে পাকিস্তানকে ২১৫ রানে অল আউট করে দেয় ইংল্যান্ড। এর আগে চতুর্থ দিনে মাত্র ১ রান যোগ করেই পাকিস্তানের ইনিংস শেষ হয়। আজ দিনের প্রথম ওভারের দ্বিতীয় বলেই বিদায় নেন ইয়াসির শাহ। আগের দিনের ৩০ রানের সঙ্গে এদিন কোনো রান যোগ করতে পারেননি তিনি।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়