Thursday, July 21

ওবামার আমন্ত্রণে যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন সু চি

ওবামার আমন্ত্রণে যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন সু চি
কানাইঘাট নিউজ ডেস্ক: মিয়ানমারের নেতা অং সান সু চি মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার যুক্তরাষ্ট্র সফরের আমন্ত্রণ গ্রহণ করেছেন। গত বছরের নির্বাচনে সু চির দলের ঐতিহাসিক বিজয়ের পর এই প্রথম দুই নেতার সাক্ষাৎ হবে।

মিয়ানমারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাকে উদ্ধৃত করে বৃহস্পতিবার এ খবর জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা আয়ি আয়ি সোয়ি এএফপিকে বলেন, ‘সু চি মার্কিন প্রেসিডেন্ট ওবামার আমন্ত্রণ গ্রহণ করেছেন এবং পারস্পরিক সুবিধামতো সময়ে এ সফরে যাবেন।’

সাংবিধানিক বিধি-নিষেধ থাকায় সু চি প্রেসিডেন্টের পরিবর্তে পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব নেন এবং তার জন্য ‘স্টেট কাউন্সিলর’ নামের একটি পদ সৃষ্টি করা হয়। সু চি তার দীর্ঘদিনের বন্ধু ও মিত্র হৃতিন কিয়াওকে ‘ছায়া প্রেসিডেন্ট’ হিসেবে নিয়োগ দেন।

গত নভেম্বরে মিয়ানমারের সাধারণ নির্বাচনে বিশাল বিজয়ের পরও জান্তা সরকারের আমলে প্রণীত সংবিধানের কারণে দেশটির প্রেসিডেন্ট হওয়া থেকে সু চি-কে বিরত থাকতে হয়।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়