Wednesday, July 6

গোপণ ক্যামেরায় সিলেটে নজরদারি করা হবে ঈদের জামাত


কানাইঘাট নিউজ ডেস্ক: গুলশানের হলি আর্টিসান বেকারিতে সন্ত্রাসী হামলার পর থেকে দেশব্যাপী জনগণের নিরাপত্তা নিশ্চিতের কঠোর অবস্থানে আছে আইনশৃঙ্খলা বাহিনী। এর বাইরে নয় সিলেটও। বৃহস্পতিবার ঐতিহাসিক শাহী ঈদগাহ ময়দানে অনুষ্ঠিতব্য পবিত্র ঈদের জামাত গোপণে ক্লোজ সার্কিট ক্যামেরায় নজরদারি করা হবে। এজন্য ময়দানসহ শাহী ঈদগাহের আশপাশের এলাকাতে পর্যাপ্ত সংখ্যক গোপণ ক্যামেরা স্থাপন করা হয়েছে। এ ব্যাপারে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) রহমত উল­াহ সিলেটভিউ২৪ডটকমকে বলেছেন, মুসলি­দের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে শাহী ঈদগাহ ময়দানসহ আশেপাশে বিভিন্নস্থানে পর্যাপ্তসংখ্যক গোপণক্যামেরা স্থাপন করা হয়েছে। ঈদের জামাতের শুরু পূর্ব থেকে শেষ হওয়া পর্যন্ত পুরোটা সময় ঈদগাহ ময়দান ও আশোপাশের এলাকা থাকবে নজরদারিতে।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়