Thursday, July 21

আবারও বুরুশিয়া ডর্টমুন্ডে মারিও গােতজে

আবারও বুরুশিয়া ডর্টমুন্ডে মারিও গােতজে
কানাইঘাট নিউজ ডেস্ক: গত বিশ্বকাপের ফাইনালের একমাত্র গোল স্কোরার মারিও গােতজে বায়ার্ন মিউনিখ থেকে তার সাবেক ক্লাব বুরুশিয়া ডর্টমুন্ডে যোগ দিয়েছেন বলে জানিয়েছে বুরুশিয়া কর্তৃপক্ষ।

এক অফিসিয়াল ঘোষণায় এ তথ্য নিশ্চিত করা হয়।

বায়ার্ন মিউনিখে অনিয়মিত থাকার কারণে নিজের পুরনো ক্লাবেই আবার ফিরলেন গােতজে। পুরনো ক্লাবের সঙ্গে নতুন করে চার বছরের চুক্তি করেছেন। এই চুক্তি অনুযায়ী ২০২০ সাল পর্যন্ত ডর্টমুন্ডে খেলবেন তিনি।

৯ বছর বয়স থেকে বুরুশিয়া ডর্টমুন্ডের হয়ে খেলেন এই জার্মান অ্যাটাকিং মিডফিল্ডার। এর মাঝে ৩৭ মিলিয়ন ইউরোয় ২০১৩ সালে ডর্টমুন্ড থেকে বায়ার্ন মিউনিখে পাড়ি জমান তিনি। এখন আবারও নিজের শৈশবের ক্লাবেই ফিরলেন।

ধারণা করা হচ্ছে তিন বছর আগে শৈশবের ক্লাব ছেড়ে চিরপ্রতিদ্বন্দ্বী বায়ার্নে পাড়ি জমানো এই খেলোয়াড়কে স্বাগত জানাবেন না অনেক ডর্টমুন্ড ভক্তরা। বিষয়টি নিজেও জানেন গোতজে।

তিনি বলেন, "এখন আমি ঘরে ফিরছি। পারফরম্যান্স দিয়ে সমর্থকদের মন জয় করবো। বাভারিয়ান ভক্তদের মন জয় করার জন্য সেরা ফুটবলটাই খেলবো আমি।"

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়