Friday, July 22

হাওরে নৌকাডুবি, একই পরিবারের ৪ জনের মৃত্যু

হাওরে নৌকাডুবি, একই পরিবারের ৪ জনের মৃত্যু

কানাইঘাট নিউজ ডেস্ক: শুক্রবার বেলা ৩টায় হবিগঞ্জের লাখাই উপজেলায় হাওরে নৌকা ডুবে শিশুসহ একই পরিবারের চার জনের মৃত্যু হয়েছে। 'লাখাই এলাকায় হাওরে পৌঁছার পর নৌকাটি ডুবে যায়'। পরে স্থানীয়রা তিন জনকে জীবিত এবং চার জনের মরদেহ উদ্ধার করে।

নিহতরা হলেন- কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার আদমপুর ইউনিয়নের বরাগীরকান্দি গ্রামের মৃত হরমুজ মিয়ার ছেলে হক মিয়া (৪৩), হক মিয়ার ছেলে মুজাহিদ (১০), মেয়ে জান্নাত আরা (৮) এবং ভাই লুপ মিয়ার ছেলে সৌরভ (৮)।

আদমপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. ফজলুল করিম বাদল জানান, বরাগীরকান্দি থেকে পরিবারের সাত সদস্যকে সঙ্গে নিয়ে ইঞ্জিনচালিত একটি নৌকায় করে হবিগঞ্জের লাখাই শ্বশুরবাড়ি যাচ্ছিলেন হক মিয়া।

লাখাই থানার ওসি মো. মোজাম্মেল হক জানান, চার জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়