Saturday, July 16

কানাইঘাট ডিগ্রি কলেজে নবাগতদের স্বাগত জানিয়ে ছাত্রলীগ ও ছাত্রদলের মিছিল


নিজস্ব প্রতিবেদক: কানাইঘাট ডিগ্রি কলেজে এবারের ওরিয়েন্টেশন ক্লাস শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন হয়েছে। বিগত কয়েক বছরে বিভিন্ন অনাকাংখিত ঘটনা ঘটলেও এবার কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। নবাগত প্রায় ৬শত শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে মিছিল পরবর্তী সমাবেশ করেছে বাংলাদেশ ছাত্রলীগ ও ছাত্রদল। ওরিয়েন্টেশন ক্লাস শেষে কানাইঘাট ডিগ্রি কলেজ ছাত্রলীগ নেতা ইয়াহিয়া ডালিমের নেতৃত্বে একটি মিছিল কলেজ ক্যাম্পাস থেকে শুরু হয়ে কানাইঘাট বাজার প্রদক্ষিণ করে কানাইঘাট মধ্যবাজারে এসে পথ সভায় মিলিত হয়। কলেজ ছাত্রলীগ নেতা ইয়াহিয়া ডালিমের সভাপতিত্বে ও সাহেদ আহমদের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা ছাত্রলীগের আহবায়ক গিয়াস উদ্দিন। প্রধান বক্তার বক্তব্য রাখেন, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাবেক সাধারণ সম্পাদক কাউন্সিলার বিলাল আহমদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম আহবায়ক আবুল বাশার, পৌর স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম আহবায়ক রেজওয়ান উদ্দিন, জসীম উদ্দিন, উপজেলা যুবলীগ নেতা সালেহ আকরাম, নজরুল ইসলাম রাজু, আলমাছ উদ্দিন, জেলা প্রজন্মলীগ নেতা খাজা শাহিন, পৌর প্রজন্মলীগের যুগ্ম আহবায়ক ফরহাদ হোসেন, মঞ্জুর হোসেন, বক্তব্য রাখেন, উপজেলা প্রজন্মলীগ নেতা এইচ.ডি দুলাল, এম.সি কলেজ ছাত্রলীগ নেতা মনিরুজ্জামান অপন, এনামুল হক, মহানগর ছাত্রলীগ নেতা শাহরিয়ার কবির রায়হান, আফজল হোসেন রিজভী, মোঃ বখতিয়ার, মারুফ আহমদ, উপজেলা ছাত্রলীগ নেতা দেলোয়ার হোসেন, জামিল আহমদ, শাহীন আহমদ, জয় চক্রবর্তী মুন্না, আফজল করিম, মারুফ আহমদ, মাহবুব হোসেন, অনুপ, অপন প্রমুখ। এদিকে উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক শাহাব উদ্দিনের নেতৃত্বে আরেকটি মিছিল কলেজ ক্যাম্পাস থেকে বের হয়ে কানাইঘাট বাজার প্রদক্ষিণ পরবর্তী পৌর পয়েন্টে পথ সভা করে। উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক শাহাব উদ্দিনের সভাপতিত্বে ও মহানগর ছাত্রলীগ নেতা মামুন রশিদ রাজুর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক রিংকু চক্রবর্তী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা ছাত্রলীগের সদস্য আবু ইসহাক পান্না, জমির উদ্দিন কামরান, আহমদ সোলেমান, মাসুম আহমেদ, আলম আহমদ, ইয়াহিয়া, ইউপি সদস্য আব্দুল গফুর, আজমল হোসেন ,আজিজুল হক বাবর, ছাত্রলীগ নেতা রেজোয়ান এইচ মিনু প্রমুখ। অপরদিকে নবাগত ছাত্রদের স্বাগত জানিয়ে মিছিল করেছে ছাত্রদল। কলেজ ক্যাম্পাস থেকে মিছিলটি বের হয়ে বাজার প্রদক্ষিণ করে কানাইঘাট পূর্ব বাজারে পার্টি অফিসের সামনে সমাবেশ করে তারা। ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি তাজুল ইসলামের সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক কাওছার আহমদের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট এম.সি কলেজ ও ল'কলেজ ছাত্রদল নেতা কানাইঘাট উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আবুল বাশার। প্রধান বক্তার বক্তব্য রাখেন, উপজেলা ছাত্রদলের সিনিয়র সদস্য কারানির্যাতিত ছাত্রনেতা আমিনুল ইসলাম আমিন, বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি আমিন রাজা, বক্তব্য রাখেন, উপজেলা ছাত্রদলের সিনিয়র নেতা শামীম আহমদ, নেওয়াজ শরিফ, সাহেদ আহমেদ, হুমায়ুন রশিদ, সাইয়ান আহমেদ, বাবুল হোসেন বাবলু, রেদোয়ান করিম, মারফ আহমদ, শিব্বির আহমদ, কামরুল ইসলাম, ফাহিম উদ্দিন, আব্দুল্লাহ আল মামুন, পাবেল, খালিদ আসকর, আফনাজ সিকদার, জাকারিয়া, হুমায়ুন রশিদ, শামীম আহমদ, রাসেল আহমদ, সাইদুল ইসলাম, আনোয়ার হোসেন প্রমুখ।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়