Saturday, July 2

পুলিশ কর্মকর্তার ময়নাতদন্ত সম্পন্ন, রাজারবাগে জানাজা

পুলিশ কর্মকর্তার ময়নাতদন্ত সম্পন্ন, রাজারবাগে জানাজা

কানাইঘাট নিউজ ডেস্ক: গুলশানে হলি আর্টিসান বেকারিতে জিম্মির ঘটনায় নিহত মহানগর গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার রবিউল ইসলাম ও বনানী থানার অফিসার ইনচার্জ (ওসি) সালাহউদ্দিনের জানাজা রাজারবাগ পুলিশ লাইনে অনুষ্ঠিত হবে।

শনিবার বিকেল সাড়ে ৫টায় পুলিশ লাইন মসজিদে এ জানাজা অনুষ্ঠিত হবে বলে মহানগর গোয়েন্দা পুলিশের ক্ষুদে বার্তায় এ তথ্য জানানো হয়।

এদিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে তাদের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন, ঢাকা মেডিক্যাল কলেজের ফরেন্সিক বিভাগের সহকারী অধ্যাপক সোহেল মাহমুদ।

তিনি জানান, দুজনের শরীরে একাধিক বোমার স্প্লিন্টার ছিল। অতিরিক্ত রক্তক্ষণের কারণে তাদের মৃত্যু হয়। এখন নিহতদের স্বজনদের মরদেহ বুঝিয়ে দেওয়া হবে।

শুক্রবার রাত পৌনে ৯টার দিকে রাজধানীর গুলশানে হলি আর্টিসান বেকারি নামে একটি রেস্তোরাঁয় জিম্মির ঘটনায় বোমার আঘাতে আহত হন তারা। সেখান থেকে তাদের উদ্ধার করে ইউনাইটেড হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়