কানাইঘাট নিউজ ডেস্ক : বিভিন্ন ক্যাটাগরিতে ও শূন্যপদ পূরণে প্রায় ১৩ হাজার নার্স নিয়োগ দিতে যাচ্ছে সরকার। বিদ্যমান নিয়োগ প্রক্রিয়া কিছুটা শিথিল করে এ সংক্রান্ত একটি প্রস্তাবনা আগামী সোমবার অনুষ্ঠিতব্য মন্ত্রীসভার সাপ্তাহিক বৈঠকে ওঠার সম্ভবনা আছে। মন্ত্রণালয় সূত্রে একথা জানা গেছে।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় ১৩ হাজার নার্স নিয়োগ সংক্রান্ত আদেশ জারিসহ আনুসাঙ্গিক কাজ শুরু করেছে। ইতোমধ্যেই নিয়োগ প্রক্রিয়া শিথিল সংক্রান্ত একটি প্রস্তাব উপস্থাপনের জন্য স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, বর্তমান সরকার জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। কমিউনিটি ক্লিনিকের সেবা তৃণমূল পর্যায়ে পৌঁছে গেছে। যা বর্তমান সরকারের একটি বড় সাফল্য। আর স্বাস্থ্যখাতের সাফল্য ধরে রাখতে ১৩ হাজার নার্স নিয়োগের প্রয়োজন আছে।
জানা গেছে, নার্স নিয়োগ প্রক্রিয়া শিথিলের পাশাপাশি কোটা পদ্ধতি বাতিলের সুপারিশ করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়।
মন্ত্রিসভায় উপস্থাপনের জন্য পাঠানো সার সংক্ষেপে বলা হয়েছে, সরকারি কর্ম কমিশন গত ২৮ মার্চ ৩ হাজার ৬১৬টি সিনিয়র স্টাফ নার্সের শূন্য পদ পূরণের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ইতোমধ্যে ১৮ হাজার ৬৩টি আবেদন জমা পড়েছে। এর আগে কমিশন বিভিন্ন ক্যাটাগরিতে, এমনকি বিসিএস পরীক্ষায় কারিগরি বা পেশাগত পদগুলো পূরণের ক্ষেত্রে প্রাধিকার বা বিশেষ কোটায় যোগ্য প্রার্থী না পওয়ায় কোটাসংক্রান্ত সব শূন্য পদ পূরণ করতে পারেনি।
এমতাবস্থায় স্বাস্থ্যসেবার মান নিশ্চিতকরণ ও প্রধানমন্ত্রীর নার্স নিয়োগ সংক্রান্ত প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষ্যে দ্রুত নিয়োগ কার্যক্রম সম্পন্ন করার জন্য সিনিয়র স্টাফ নার্স নিয়োগের জন্য পরীক্ষা পদ্ধতি পরিবর্তন ও নিয়োগ প্রক্রিয়া শিথিল করা দরকার।
উল্লেখ্য, পরীক্ষা পদ্ধতি পরিবর্তন ও নিয়োগ প্রক্রিয়া শিথিল করা হলে অল্প সময়ের মধ্যে নার্স নিয়োগ দেয়া সম্ভব হবে। জনগণ তাদের কাঙ্ক্ষিত স্বাস্থ্যসেবা পাবে।
বাংলামেইল২৪ডটকম
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়