Thursday, July 28

১৫ রুপির জন্য দলিত দম্পতিকে খুন


কানাইঘাট নিউজ ডেস্ক: মাত্র ১৫ রুপি পরিশোধ করতে না পারায় নৃশংসভাবে হত্যা করা হয়েছে ভারতের দলিত সমাজের এক দম্পতিকে। ভারতের উত্তর প্রদেশের মেইনপুর এলাকায় বৃহস্পতিবার এ ঘটনা ঘটেছে। খবর টাইমস অব ইন্ডিয়ার। প্রতিবেদনে বলা হয়, মেইনপুর এলাকার উচ্চ বর্ণের এক দোকানদার নিহত দম্পতিদের কাছে ১৫ রুপি পাওনা ছিল। তা পরিশোধ করতে না পারায় কুড়াল দিয়ে কুপিয়ে দম্পতিদের হত্যা করে ওই দোকানদার। পুলিশ জানায়, নিহত দম্পতি ভারত সিং এবং তার স্ত্রী মমতা নাত সম্প্রদায়ের। কিছুদিন আগে অশোক মিশ্রা নামে ওই দোকানদারের কাছ থেকে কিছু সাধারণ পণ্য বাকিতে কেনেন তারা। বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ৫টা ৪৫ মিনিটে পাওনা টাকা আদায়ের জন্য অশোক মিশ্রা তাদের বাড়িতে যায়। ওই দম্পতির কাছে ওই মুহূর্তে টাকা না থাকায় কিছুদিন সময় চায় তারা। দোকানদার তখন রাগান্বিত হয়ে তার বাড়ি থেকে কুড়াল এনে উপুর্যপরি আঘাত করে ওই দম্পতিকে। এতে ঘটনাস্থলেই মারা যান তারা। মেইনপুর পুলিশ সুপার দেব রঞ্জন ভর্মা জানান, পুলিশ সন্দেহভাজনকে গ্রেপ্তার করেছে এবং রক্তমাখা কুড়ালটি উদ্ধার করেছে। নিহত দম্পতিদের মাথায় এবং ঘাড়ে কোপানো হয়েছে বলে তিনি জানান।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়