Monday, July 11

কানাইঘাটে ছাত্রলীগ নেতার উপর হামলার ঘটনায় একই পরিবারের ৮ জনের বিরুদ্ধে মামলা


নিজস্ব প্রতিবেদক: কানাইঘাট উপজেলা ছাত্রলীগের যুগ্ম-আহবায়ক শাহাব উদ্দিনের উপর হামলার ঘটনায় আওয়ামীলীগ নেতা জালাল উদ্দিন ও তার স্ত্রী, তিন পুত্র, দুই মেয়ের বিরুদ্ধে কানাইঘাট থানায় মামলা রেকর্ড করা হয়েছে। থানার মামলা নং- ০৩, তাং- ০৪/০৭/২০১৬ইং। অভিযোগে জানা যায়, কানাইঘাট পৌরসভা কর্তৃক উপজেলা রোডের সড়ক মেরামতের কাজের ইট, বালু, রড চুরিকে কেন্দ্র করে গত ২৫ জুন পৌরসভাধীন ডালাইচর গ্রামের মৃত মুহিবুর রহমানের পুত্র উপজেলা ছাত্রলীগের যুগ্ম-আহবায়ক শাহাব উদ্দিনকে একই গ্রামের আওয়ামীলীগ নেতা জালাল উদ্দিন ও তার পরিবারের লোকজন রড, ধারালো অস্ত্রশস্ত্র ও লাঠি সোটা নিয়ে হামলা চালিয়ে গুরুতর আহত করে। এ ঘটনা নিয়ে উভয় পক্ষের মধ্যে গ্রামে উত্তেজনা বিরাজ করছিল। এ ঘটনায় ছাত্রলীগ নেতা শাহাব উদ্দিন বাদী হয়ে আওয়ামীলীগ নেতা জালাল উদ্দিন ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ এনে ঘটনার পরদিন থানায় অভিযোগ দাখিল করলে পুলিশ দরখাস্তটি এফআইআর করে।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়