Wednesday, July 20

যেভাবে অ্যান্ড্রয়েডে ব্যবহার করবেন প্রিজমা!

যেভাবে অ্যান্ড্রয়েডে ব্যবহার করবেন প্রিজমা!

কানাইঘাট নিউজ ডেস্ক: প্রিজমা হচ্ছে একটি আর্ট ফটো এডিটর। যার ফলে একজন ব্যবহারকারী তাদের ছবিতে বিভিন্ন রকম ছবির ইফেক্ট এবং চমৎকার সব ইমেজ ফিল্টার অ্যাপ্লাই করে সাধারণ ছবিগুলোকে মুহূর্তেই চমৎকার আর্টওয়ার্কে রূপান্তর করতে পারেন।

অসাধারণ এই এআই ক্যামেরাটি পৃথিবীর সব বিখ্যাত শিল্পীর আঁকার স্টাইল এবং জনপ্রিয় সব অর্নামেন্ট এবং প্যাটার্ন ব্যবহার করে আর্টওয়ার্কগুলো তৈরি করে থাকে।

রাশিয়ান ডেভেলপারদের তৈরি জনপ্রিয় ফটো এডিটিং সফটওয়্যার প্রিজমা গতকাল পর্যন্ত শুধুমাত্র আইওএস-এর জন্যেই সীমাবদ্ধ থাকলেও গতকাল (১৯ জুলাই) অ্যাপলিকেশনটির একটি বেটা ভার্সন উন্মুক্ত হয়েছে।

জনপ্রিয় এই অ্যাপলিকেশনটির বেটা ভার্সনটি এখন পর্যন্ত প্রতিষ্ঠানটি তাদের ওয়েবসাইটে বা গুগল প্লে স্টোরে যুক্ত করেনি। আপনারা চাইলে সহজেই গুগল ড্রাইভ থেকে এটি আপলোড করে নিতে পারেন। এটি শতভাগ কাজ করছে!

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়