নিজস্ব প্রতিবেদক:
কানাইঘাট উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর আলম রানার পিতা ও কানাইঘাট বাজারের বিশিষ্ট ব্যবসায়ী হাজী আবুল বশর গত বৃহস্পতিবার বিকাল ৪টায় সিওমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নানিল্লাহি..... রাজিউন)। তিনি দীর্ঘদিন থেকে শ্বাষকষ্ট রোগে ভোগছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬০ বছর। তিনি স্ত্রী, তিন ছেলে, চার মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। শুক্রবার দুপুর ২টায় স্থানীয় বায়মপুর শাহী ঈদগাহ মাঠে মরহুমের নামাযে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় উপস্থিত ছিলেন, বাংলাদেশ কৃষকলীগের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা আলহাজ্ব আব্দুল মুমিন চৌধুরী, উপজেলা পরিষদের চেয়ারম্যান আশিক উদ্দিন চৌধুরী, ইউপি চেয়ারম্যান মাসুদ আহমদ, ডাঃ ফয়াজ আহমদ, ফারুক আহমদ চৌধুরী, আবুল হোসেন, আব্দুল মুমিন চৌধুরী, আলী হোসেন কাজল, বিশিষ্ট সমাজসেবী অধ্যাপক আব্দুর রহিম, পৌর আওয়ামীলীগের আহ্বায়ক জামাল উদ্দিন সহ কানাইঘাট বাজারের ব্যবসায়ী এবং এলাকার বিপুল সংখ্যক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। জানাজায় ইমামতি করেন কানাইঘাট দারুল উলূম মাদ্রাসার মুহতমিম মাওঃ মুহাম্মদ বিন ইদ্রিস (লক্ষীপুরী)। জানাজা শেষে মরহুমের লাশ গ্রামের পঞ্চায়েতি গুরুস্থানে দাফন করা হয়।
বিভিন্ন মহলের শোক:
বিশিষ্ট ব্যবসায়ী হাজী আবুল বশরের মৃত্যুতে তার পরিবারের প্রতি গভীর সমবেদনা ও মরহুমের আত্মার মাগফেরাত কামনা শোক প্রকাশ করেছেন, সিলেট-৫ আসনের সাবেক সাংসদ আবুল কাহির চৌধুরী, অধ্যক্ষ মাওঃ ফরিদ উদ্দিন চৌধুরী, সিলেট জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের ডেপুটি কমান্ডার ও কানাইঘাট সদর ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ সিরাজুল ইসলাম, উপজেলা পরিষদের চেয়ারম্যান আশিক উদ্দিন চৌধুরী, উপজেলা আ’লীগের আহ্বায়ক সাবেক মেয়র লুৎফুর রহমান, উপজেলা বিএনপির সভাপতি মামুন রশিদ, সেক্রেটারী অধ্যাপক ফরিদ আহমদ, কানাইঘাট পৌর মেয়র নিজাম উদ্দিন,কানাইঘাট উপজেলা দূর্নিতী প্রতিরোধ কমিটির সভাপতি কলামিষ্ট মহিউদ্দিন,পৌর আ’লীগের আহ্বায়ক জামাল উদ্দিন, যুগ্ম আহ্বায়ক কেএইচএম আব্দুল্লাহ, কানাইঘাট প্রেসক্লাবের সভাপতি এম.এ হান্নান, সেক্রেটারী এখলাছুর রহমান,কানাইঘাট বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আলহাজ্ব সিরাজুল ইসলাম খোকন,উপজেলা যুবলীগের সিনিয়র যুগ্ন-আহবায়ক নাজিম উদ্দিন,যুগ্ন-আহবায়ক মীর মোহাম্মদ আব্দুল্লাহ,সিনিয়র সদস্য আব্দুল্লাহ আল-মোমিন, সিনিয়র সদস্য জিয়া উদ্দিন,ফরিদ উদ্দিন,রুহিন চৌধুরী,আলাউর রহমান,কামাল উদ্দিন প্রমূখ।
খবর বিভাগঃ
প্রতিদিনের কানাইঘাট
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়