Friday, July 15

জঙ্গিবাদের বিরুদ্ধে গণজাগরণ মঞ্চের মাসব্যাপী কর্মসূচি


ঢাকা: সন্ত্রাস, জঙ্গিবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে শাহবাগের গণজাগরণ মঞ্চ। ১৮ জুলাই থেকে মাসব্যাপী গণসংযোগ পালন করা হবে। ২০ জুলাই সারা দেশে বিক্ষোভ মিছিল ও ২২ জুলাই শাহবাগে গণমিছিল কর্মসূচি পালন করবে গণজাগরণ মঞ্চ। আজ শুক্রবার বিকালে শাহবাগে ‘নিরাপদ বাংলাদেশ চাই’ শীর্ষক নাগরিক সমাবেশ ও পতাকা মিছিলে এই কর্মসূচি ঘোষণা করেন গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার। জঙ্গি নির্মূল আন্দোলনের প্রস্তুতি নেয়ার আহ্বান জানিয়ে ইমরান বলেন, ‘বাংলাদেশ যে অবস্থায় এসে দাঁড়িয়েছে শুধু নাগরিক সমাবেশ করে এ থেকে পরিত্রাণ পাওয়া সম্ভব নয়। জঙ্গিরা রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে, আমাদের তাদের বিরুদ্ধে পাল্টা যুদ্ধ ঘোষণা করতে হবে, প্রতিরোধের ডাকে রাস্তায় থাকতে হবে।’ ইমরান বলেন, ‘আমি আপনাদের কাছে আহ্বান জানাই, আপনারা প্রস্তুত হন আমাদের দাঁড়াতে হবে এবং ঐক্যবদ্ধ হতে হবে। আমাদের পুরোনো বিভাজন মাথায় রেখে খাদের কিনার থেকে পরিত্রাণ পাওয়া সম্ভব নয়।’ তিনি বলেন, ‘একের পর এক লেখক, প্রকাশক বিশ্ববিদ্যালয় শিক্ষক, ধর্মযাজক, পুরোহিত করে হত্যা করা হয়েছে। যখন আমরা বলছি, এসব হত্যার বিচার করতে হবে, তখন আমরা দেখলাম হত্যাকারীদের বিচারের আওতায় আনা হচ্ছে না। বরং যারা বিচারের ব্যাপারে কথা বলছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে, তাদের গৃহবন্দি করে রাখার চেষ্টা করা হচ্ছে। আজকে এই পরিস্থিতি তৈরির জন্য, জঙ্গিবাদের উত্থানের জন্য কীভাবে এই গণজাগরণ মঞ্চকে থামানো হয়েছে আপনারা দেখেছেন।’ সমাবেশে মানবাধিকারকর্মী সুলতানা কামাল বলেন, ‘বিভিন্ন হামলায় আমরা স্বামী হারাচ্ছি, সন্তানহারা হচ্ছি। এরকম আতঙ্কের মধ্যে বেঁচে থাকার জন্য আমরা তো মুক্তিযুদ্ধ করি নাই। মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে যে বাংলাদেশ, সেই দেশের মানুষ জঙ্গিবাদ ও সাম্প্রদায়িকতা প্রশ্রয় দেয় না।’ (ঢাকাটাইমস/১৫জুলাই

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়