কানাইঘাট নিউজ ডেস্ক: ৭১ বছর
বয়সের মহিলা প্রেমে পড়েছেন ১৮ বছরের কিশোরের। প্রেমের পরিণতিও হয়েছে
পরিণয়ের মাধ্যমে। হ্যাঁ, অবাক লাগলেও এমনই ঘটনা ঘটেছে। আরও একটা বিষয়ও
রয়েছে অবাক হওয়ার মতো। এই যুগলের আলাপ হয় পাত্রীর ছেলের
অন্ত্যষ্টিক্রিয়ায়।
৭১ বছরের ওই পাত্রীর নাম অ্যালমেডা এবং পাত্র হল গ্যারি হার্ডউইক। ওদের প্রথম দেখা হয় অ্যালমেডার ছেলের অন্ত্যষ্টিক্রিয়ায়। তারপর ওরা তিন সপ্তাহ ধরে দু-জনে মেলামেশা করে বিয়ের সিদ্ধান্ত নেয়।
গ্যারি জানিয়েছে বয়স্ক মহিলাদের প্রতি তার দুর্বলতা তিনি যখন ক্লাস এইটে ছিল তখন থেকেই। অ্যালমেডা জানায় যে তিনি সেইদিন লক্ষ্য করেন একটি ইয়ং ছেলে একটি ফুল নিয়ে হাসি হাসি মুখ করে দাঁড়িয়ে আছে। তখনও ওকে আমার ভালো লেগেছিল।
৭১ বছরের ওই পাত্রীর নাম অ্যালমেডা এবং পাত্র হল গ্যারি হার্ডউইক। ওদের প্রথম দেখা হয় অ্যালমেডার ছেলের অন্ত্যষ্টিক্রিয়ায়। তারপর ওরা তিন সপ্তাহ ধরে দু-জনে মেলামেশা করে বিয়ের সিদ্ধান্ত নেয়।
গ্যারি জানিয়েছে বয়স্ক মহিলাদের প্রতি তার দুর্বলতা তিনি যখন ক্লাস এইটে ছিল তখন থেকেই। অ্যালমেডা জানায় যে তিনি সেইদিন লক্ষ্য করেন একটি ইয়ং ছেলে একটি ফুল নিয়ে হাসি হাসি মুখ করে দাঁড়িয়ে আছে। তখনও ওকে আমার ভালো লেগেছিল।
খবর বিভাগঃ
দেশের বাইরে
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়