Saturday, July 2

গুলশান ট্রাজেডি; দুই দিনের রাষ্ট্রীয় শোক ঘােষণা

গুলশান ট্রাজেডি; দুই দিনের রাষ্ট্রীয় শোক ঘােষণা
কানাইঘাট নিউজ ডেস্ক:: শুক্রবার রাতে রাজধানীর গুলশানের একটি রেস্টুরেন্টে জঙ্গী হামলার ঘটনায় দুই দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার রাত পৌনে সাতটায় জাতীর উদ্দেশ্যে দেয়া এক ভাষণে এ ঘােষণা দেন প্রধানমন্ত্রী।

এছাড়া জাতির জনক বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী বলেন, বিশ্ব সম্প্রদায়ের নেতৃবৃন্দ যারা আমাদের সঙ্গে একাত্মতা ও সংহতি প্রকাশ করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। এই নৃশংস হামলায় দুই জন পুলিশ সদস্য নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। আমি নিহত পুলিশ সদস্য ও সন্ত্রসীদের হামলায় নিহতদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোক-সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। আহতরা দ্রুত আরোগ্যলাভ করুন- মহান আল্লাহ-তায়ালার কাছে এই প্রার্থনা করছি।

শুক্রবার রাতে গুলশানের একটি রেস্তোরাঁয় সন্ত্রাসী হামলা ও উদ্ভূত পরিস্থিতিতে দেওয়া প্রধানমন্ত্রীর এই ভাষণ রাত পৌনে ৮টায় বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারসহ বিভিন্ন বেসরকারি টিভি চ্যানেল সরাসরি সম্প্রচার করে।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়