কানাইঘাট নিউজ ডেস্ক:
রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম অন্যান্য সময়ের চেয়ে রমজানের শেষ দশকে সবচেয়ে বেশি ইবাদাত-বন্দেগিতে মশগুল থাকতেন। হজরত আয়িশা রাদিয়াল্লাহু আনহা শবে কদরে কোন দোয়া করবেন তা বিশ্বনবির নিকট জানতে চাইলে বিশ্বনবি যে দোয়ার কথা বললেন, তা তুলে ধরা হলো-
হজরত আয়িশা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত তিনি বলেন, একবার আমি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে জিজ্ঞেস করলাম হে আল্লাহর রাসুল! আপনি বলে দিন, যদি আমি জানতে পারি যে লাইলাতুল কদর কোন রাতে হবে, তাতে আমি কি বলব? রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, তুমি বলবে-
উচ্চারণ : আল্লাহুম্মা ইন্নাকা আ`ফুওয়ুন; তুহিব্বুল আ`ফওয়া; ফা`ফু আন্নি।
অর্থ : হে আল্লাহ! আপনি ক্ষমাশীল; ক্ষমা করতে ভালো বাসেন; অতএব আমাকে ক্ষমা করে দিন। (মুসনাদে আহমাদ, ইবনে মাজাহ, তিরমিজি, মিশকাত)
আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে রমজানের শেষ দশকে এ দোয়ার মাধ্যমে ক্ষমা প্রার্থনা করার তাওফিক দান করুন। আমিন।
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়