Monday, July 25

মেরিনার্সকে ৫ লাখ টাকা জরিমানা


ঢাকা: গুলিস্তানে অবস্থিত মাওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়াম ভাংচুরের ঘটনায় মেরিনার্সকে পাঁচ লাখ টাকা জরিমানা ও ক্লাবটির সাধারণ সম্পাদক হাসানউল্লাহ খান রানাকে উক্ত স্টেডিয়ামে এক মৌসুমের জন্য নিষিদ্ধ করা হয়েছে। সোমবার ফেডারেশনের নির্বাহী কমিটির এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। জরিমানার টাকা এক মাসের মধ্যেই পরিশোধ করতে বলা হয়েছে। ১ জুলাই গ্রিন ডেল্টা ইনস্যুরেন্স প্রিমিয়ার ডিভিশন হকিতে ঢাকা মেরিনার্স ও ঊষা ক্রীড়া চক্রের মধ্যকার ম্যাচে একটি ফাউলকে কেন্দ্র করে মওলানা ভাসানী হকি স্টেডিয়ামের ভিভিআইপি গ্যালারিতে ব্যাপক ভাংচুরের ঘটনা ঘটায় মেরিনার্স সমর্থকরা। মেরিনার্সকে জরিমানা ছাড়াও নির্বাহী কমিটির সভায় এটিএন বাংলার চেয়ারম্যান ড. মাহফুজুর রহমানকে ফেডারেশনের সিনিয়ির সহ-সভাপতি ও শফিউল্লাহ আল মুনীরকে সভাপতি হিসেবে নির্বাহী কমিটিতে স্থান দেওয়া হয়। নির্বাহী কমিটিতে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয় মোহামেডানের ম্যানেজার আরিফুল হক প্রিন্স ও বাংলাদেশ স্পোর্টিংয়ের মো. হুমায়ুনকে।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়