ঢাকা: জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ হোসেইন বলেছেন, আপনারা যারা প্রবাসে আছেন তারা নিশ্চয় দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন এবং চিন্তিত। চিন্তার কোনো কারণ নেই। বাংলাদেশে আইএস বা জঙ্গি নেই। বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ চালাতে সক্ষম। আমি এবং জাতীয় পার্টি শেখ হাসিনার সঙ্গে আছি এবং আগামীতেও থাকব। আমি শেখ হাসিনাকে আমার বোন বলে ডাকি।
বৃহস্পতিবার যুক্তরাষ্ট্র জাতীয় পার্টি আয়োজিত সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। খবর এনা।
এরশাদ বলেন, বিএনপির অস্তিত্ব বিলীনের পথে। তারেক রহমানের সাত বছরের সাজা হয়েছে, কিন্তু রাস্তায় নেমে প্রতিবাদ করার শক্তি নেই। আগামী জাতীয় সংসদ নির্বাচন আওয়ামী লীগ এবং জাতীয় পার্টিই করবে। বিএনপি থাকবে না।
যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির ভারপ্রাপ্ত সভাপতি হাজী আব্দুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আবু তালেব চৌধুরী চান্দুর পরিচালনায় জ্যাকসন হাইটসের নান্দুস অডিটোরিয়ামে অনুষ্ঠিত সংবর্ধনা সভায় বিশেষ অতিথি ছিলেন জাতীয় পার্টির মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার এমপি, প্রেসিডিয়ামের সদস্য এরশাদের রাজনৈতিক সেক্রেটারি সুনীল শুভ রায়, নাসরিন জাহান রত্মা এমপি, এরশাদের ব্যক্তিগত সচিব মেজর জেনারেল (অব.) খালেদ আক্তার, সাবেক সংসদ সদস্য লিয়াকত আলী, সাবেক সংসদ সদস্য শহিদুর রহমান, সাবেক সংসদ সদস্য মোহাম্মদ উল্যাহ, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ডা. সিদ্দিকুর রহমান, যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির প্রধান সমন্বয়কারী আব্দুন নূর বড় ভুইয়া, যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জসীম উদ্দিন চৌধুরী, সহ-সভাপতি এডভোকেট হারিস উদ্দিন আহমেদ, যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা আহবায়ক গোলাম মেরাজ, যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির নেতা আলতাফ হোসেন ও মোহাম্মদ মহসীন।
(ঢাকাটাইমস
খবর বিভাগঃ
রাজনীতি
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়