কানাইঘাট নিউজ ডেস্ক: রাজা
ফিরলেন কিন্তু ফিরলেন এক নতুন রূপ নিয়ে। শতবর্ষী কোপা আমেরিকার ফাইনালে
হারার পর বেশ কিছুদিন ছুটি কাঁটিয়ে বার্সায় ফিরেছেন বার্সেলোনার সেরা
খেলোয়ার লিওনেল মেসি। কিন্তু এবার দেখা যাবে অন্য মেসিকে। এমন রূপে এর আগে
কেউ কখনো দেখেনি তাকে।
নতুন মৌসুমকে সামনে রেখে নিজের চুলের রঙ পাল্টে ফেললেন মেসি। কালো চুলকে একদম সাদা বানিয়ে ফেলেছেন এই আর্জেন্টাইন তারকা। তাছাড়া হাতে নতুন ট্যাটুও আঁকিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম ইন্সটাগ্রামে মেসির বান্ধবী অ্যান্তনেল্লা রোকুজ্জো তার আইডিতে মেসির ছবিটি পোস্ট করে লেখেন, ‘নতুন রূপ’।
অন্যদিকে মেসির এই নতুন রূপে আসাতে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে সমালোচনার ঝড় ওঠে। কেউ কেউ মেসির আগের চুলের রঙকেই ফেরত চাইছেন। অনেকে গেল মৌসুমের বার্সেলোনা দলের মেসির রূপকে ফেরত চাচ্ছেন।
নতুন মৌসুমকে সামনে রেখে নিজের চুলের রঙ পাল্টে ফেললেন মেসি। কালো চুলকে একদম সাদা বানিয়ে ফেলেছেন এই আর্জেন্টাইন তারকা। তাছাড়া হাতে নতুন ট্যাটুও আঁকিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম ইন্সটাগ্রামে মেসির বান্ধবী অ্যান্তনেল্লা রোকুজ্জো তার আইডিতে মেসির ছবিটি পোস্ট করে লেখেন, ‘নতুন রূপ’।
অন্যদিকে মেসির এই নতুন রূপে আসাতে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে সমালোচনার ঝড় ওঠে। কেউ কেউ মেসির আগের চুলের রঙকেই ফেরত চাইছেন। অনেকে গেল মৌসুমের বার্সেলোনা দলের মেসির রূপকে ফেরত চাচ্ছেন।
খবর বিভাগঃ
খেলাধুলা
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়