Sunday, July 24

বালাগঞ্জে নব নির্বাচিত ইউপি সদস্যদের শপথ গ্রহন


কানাইঘাট নিউজ ডেস্ক: বালাগঞ্জ উপজেলার ৬ ইউনিয়নের নব নির্বাচিত সাধারন সদস্য ও সংরক্ষিত নারী সদস্যরা শপথ গ্রহন করেছেন। রবিবার উপজেলা পরিষদ মিলনায়তনে তাদেরকে শপথ বাক্য পাঠ করান বালাগঞ্জের ইউএনও এটিএম আজহারুল ইসলাম। শপথ পরবর্তী ইউএনও’র সভাপতিত্বে ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নজরুল ইসলামের পরিচালনায় প্রধান অতিথির বক্তৃতা করেন- বালাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদাল মিয়া। বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাও. সৈয়দ আলী আসগর, মহিলা ভাইস চেয়ারম্যান রেফা বেগম, বালাগঞ্জ থানার অফিসার ইনচার্জ তরিকুল ইসলাম তালুকদার, বোয়ালজুড় ইউনিয়নের নবাগত চেয়ারম্যান চেয়ারম্যান আনহার মিয়া, পূর্ব পৈলনপুর ইউনিয়নের নব-নির্বাচিত চেয়ারম্যান আব্দুল মতিন, দেওয়ানবাজার ইউনিয়নের নব-নির্বাচিত চেয়ারম্যান নাজমুল ইসলাম নজম, পশ্চিম গৌরিপুর ইউনিয়নের নব-নির্বাচিত চেয়ারম্যান আমরিুল ইসলাম মধু, বালাগঞ্জ সদর ইউনিয়নের নব-নির্বাচিত চেয়ারম্যান আব্দুল মুনিম, পূর্ব গৌরিপুর ইউনিয়নের নব-নির্বাচত চেয়ারম্যান হিমাংশু রঞ্জন দাস, ইউপি সদস্যদের মধ্যে-শিহাব আহমদ, সৈয়দ লিয়াকত আলী, এস এম সাহেদ আহমদ, ফজির উদ্দন আহমদ, রিয়াদ আহমদ, আবু নাসের রাহেল, সাংবাদিক রজত দাস ভুলন, মোঃ কাজল মিয়া, সিএ সিরাজুল ইসলাম শাহজাহান, সিএ আবুল কালাম আজাদ প্রমুখ সহ বিভিন্ন প্রশাসিনক কর্মকর্তা ও গন্যমান্য ব্যক্তিগন। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ইউপি সদস্য শিব্বির আহমদ ও গীতা পাঠ করেন চেয়ারম্যান হিমাংশু রঞ্জন দাস। নব-নির্বাচিতদের ফুল দিয়ে বরন করেন ইউএনও এটিএম আজারুল ইসলাম, সিএ সিরাজুল ইসলাম শাহজাহান, আমির আলী সহ অন্যান্যরা ।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়