Wednesday, July 6

সিলেটে স্ত্রীকে খুন করে পালালো স্বামী


কানাইঘাট নিউজ ডেস্ক: সিলেট নগরীর জালালাবাদ আবাসিক এলাকার ৪১/৩ নম্বর বাসা খান ভিলায় মঙ্গলবার রাতে যৌতুক লোভী ও মাতাল স্বামী কতৃক সুমাইয়া খাতুন (২২) নামে এক গৃহবধুকে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যার অভিযোগ পাওয়া গেছে। সুমাইয়া সদর উপজেলার ইনাতাবাদ গ্রামের নোয়াব আলীর কন্যা। ঘটনার পর থেকে ঘাতক স্বামী পলাতক রয়েছে। নিহত গৃহবধুর পারিবারিক ও স্থানীয় বাসিন্দাসুত্রে জানা যায়, গেছে গত প্রায় চাঁর বছর আগে নিহত সুমাইয়া খাতুনের সাথে টুকের বাজার ইউনিয়নের নয়া খুরুম খলা গ্রামের মৃত কালা মিয়ার পুত্র ঘাতক জমিরুল হকের (৩২) বিয়ে হয়। বিয়ের প্রথম ৫/৬ মাস সুমাইয়া খাতুন সুখে থাকলেও এর পর থেকেই তাঁর উপর নেমে আসে মাতাল স্বামীর , দেবর এবং শাশুরীর অত্যাচার। যৌতুকের কারণে প্রায়ই সুমাইয়া খাতুনকে নির্যাতন করা হতো বলে তাঁর ছোট ভাই জানান। গত ২/৩দিন আগে দুপুরে যৌতুকের টাকা নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া-বিবাদ হয়। পরে গত মঙ্গলবার রাতে কোন এক সময় জমিরুল হক তাঁর স্ত্রী সুমাইয়া খাতুনকে শ্বাসরোধ করে হত্যা করে। পরে সুমাইয়ার ভাইকে কল দিয়ে তোমাদের বোনের লাশ ওসমানী হাসপাতালে আছে বলিয়া সংযোগ বিচ্ছিন্নকরিয়া জমিরুল পালিয়ে যায়। গতকাল মঙ্গলবার রাতে পরিবারের সদস্যরা হত্যার বিষয়টি জানতে পেরে থানায় খবর দেয়। নিহত সুমাইয়া খাতুন‘র ১৩ মাস বয়সী একটি সন্তান রয়েছে। নিহতের মাতা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। এ বিষয়ে এয়াপোর্ট থানার ওসি গৌছুল আলম জানান,নিহত গৃহবধুর গলায় আঘাতের চিহ্ন রয়েছে। তবে আসামীকে গ্রেফতার জন্য চেষ্টা চলছে।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়