Friday, July 15

এরশাদের বিশেষ সহকারী হলেন বাবলু


ঢাকা: জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ পার্টির প্রেসিডিয়াম সদস্য জিয়াউদ্দিন আহমেদ বাবলুকে জাতীয় পার্টির চেয়ারম্যানের বিশেষ সহকারী হিসেবে নিয়োগ করেছেন। তিনি প্রেসিডিয়াম সদস্যের অতিরিক্ত এই দায়িত্ব পালন করবেন। জাতীয় পার্টির সংবাদ বিজ্ঞপ্তিতে আজ শুক্রবার এ কথা বলা হয়। এছাড়া অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূঁইয়াকে জাতীয় পার্টির চেয়ারম্যানের যুব বিষয়ক উপদেষ্টা নিয়োগ করা হয়েছে। জাতীয় পার্টির গঠনতন্ত্রের ২০/১ এর ক ধারা মোতাবেক এসব সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়