কানাইঘাট নিউজ ডেস্ক:
বাংলাদেশের রাজধানী ঢাকার গুলশানে হলি আর্টিজান রেস্টুরেন্টে হামলার ঘটনায় নিহত ৯ ইতালীয়র মৃতদেহ রোমে পৌঁছেছে। সেনাবাহিনীর বিশেষ বিমানে করে মঙ্গলবার মৃতদেহগুলি রোমে নিয়ে যাওয়া হয়। ভারতীয় গণমাধ্যম এনডিটিভির এক খবরে এ তথ্য জানানো হয়েছে।
শুক্রবার রাত পৌনে ৯টায় হলি আর্টিজান রেস্টুরেন্টে হামলা চালানো হয়। হামলায় ২ পুলিশ সদস্য, ১৭ বিদেশি নাগরিক ও ৩ বাংলাদেশি নিহত হন। পরে শনিবার সকালে সেনাবাহিনীর কমান্ডো অভিযানে ৬ জঙ্গি নিহত হয়।
শনিবার সকালে অভিযান চালিয়ে ৩ বিদেশিসহ ১৩ জিম্মিকে জীবিত উদ্ধার করা হয়। এছাড়া ১ জনকে সন্দেহভাজন জঙ্গি হিসেবে আটক করে পুলিশ।
ওই হামলার ঘটনায় ইতালির প্রেসিডেন্ট সেরজিও মাত্তারেল্লা তার ল্যাটিন আমেরিকার সফর সংক্ষিপ্ত করে রোমে পৌঁছেছেন। তিনি বিমানবন্দরে অপেক্ষা করছিলেন। সেসময় তার সঙ্গে ছিলেন পররাষ্ট্রমন্ত্রী পাওলো জেনটিলোনি।
নিহতদের মরদেহ বিমানবন্দরে পৌঁছানোর পর আবেগঘন পরিবেশ তৈরি হয়েছিল। বিমানবন্দরে প্রিয় স্বজনকে নিতে উপস্থিত হয়েছিলেন নিহতদের স্বজনরা।
খবর বিভাগঃ
দেশের বাইরে
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়