Wednesday, July 27

মাসচেরানো নতুন চুক্তি করলেন বার্সার সঙ্গে

মাসচেরানো নতুন চুক্তি করলেন বার্সার সঙ্গে

কানাইঘাট নিউজ ডেস্ক: বার্সেলোনার তারকা ডিফেন্ডার হাভিয়ের মাসচেরানো বার্সেলোনার সঙ্গে নতুন করে তিন বছরের চুক্তি করেছে। নতুন চুক্তি অনুযায়ী কাতালান ক্লাবটিতে ২০১৯ সালের ৩০ জুন পর্যন্ত থাকবে মাসচেরানো।

স্পেনের গণমাধ্যমে অনেক দিন ধরেই খবর আসছিল, ইতালির চ্যাম্পিয়ন জুভেন্টাস মাসচেরানোকে পেতে বেশ আগ্রহী। তবে নতুন চুক্তিবদ্ধ পর্তুগালের মিডফিল্ডার আন্দ্রে গোমেসের উপস্থাপন উপলক্ষে বুধবার করা সংবাদ সম্মেলনে বার্সেলোনার ডিরেক্টর অব প্রোফেশনাল স্পোর্টস আলবের্ত সোলের মাসচেরানোর সঙ্গে নতুন চুক্তির বিষয়টি ঘোষণা করেন।

২০১০ সালে লিভারপুল থেকে বার্সেলোনায় নাম লেখানোর পর থেকে ২৮২ ম্যাচ খেলে ১৬টি শিরোপা জেতে এই আর্জেন্টাইন ডিফেন্ডার।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়