Monday, July 18

জঙ্গি সংগঠন থেকে বেরিয়ে তথ্য দিলে ১০ লাখ টাকা পুরস্কার

জঙ্গি সংগঠন থেকে বেরিয়ে তথ্য দিলে ১০ লাখ টাকা পুরস্কার

কানাইঘাট নিউজ ডেস্ক: জঙ্গি সংগঠন থেকে বেরিয়ে এসে সঠিক তথ্য দিলে তাকে ১০ লাখ টাকা পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছে র‌্যাব।

সোমবার বিকালে বগুড়ায় র‌্যাবের মহাপরিচালক (ডিজি) বেনজীর আহমেদ এই ঘোষণা দেন। তিনি বলেন, ‘কোনও জঙ্গি সংগঠন থেকে কোনও সদস্য বেরিয়ে এসে ওই সংগঠনের বিষয়ে সঠিক তথ্য দিলে তাকে দশ লাখ টাকা পুরস্কার দেওয়া হবে। একই সঙ্গে কাউকে ধরিয়ে দিলে তাকে আরও পাঁচ লাখ টাকা পুরস্কার দেওয়া হবে।’

এর আগে বগুড়ার দুটি উপজেলায় র‌্যাবের নেতৃত্বে বিজিবি ও পুলিশ অভিযান চালায়। অভিযানে কেউ গ্রেফতার হয়নি। শুধু দেশীয় অস্ত্র ও বৈদ্যুতিক তার উদ্ধার করা হয়েছে।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়