Tuesday, July 5

গুলশানে হামলা; বিএনপির শোক দিবস ১২ জুলাই

গুলশানে হামলা; বিএনপির শোক দিবস ১২ জুলাই

কানাইঘাট নিউজ ডেস্ক: গত শুক্রবার রাতে রাজধানীর গুলশানে সন্ত্রাসী হামলায় নিহতদের স্মরণে ১২ জুলাই শোক দিবস পালন করবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি।
 
দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
 
সন্ত্রাস ও উগ্রবাদ প্রতিরোধ এবং হলি আর্টিসান রেস্টুরেন্টে সন্ত্রাসী হামলায় নিহতদের স্মরণে ওইদিন সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে শোকসভা ও শোকমিছিল করবে তারা। এছাড়া ঘোষিত কর্মসূচির মধ্যে রয়েছে, একইদিন সারাদেশের দলীয় কার্যালয়ে কালো পতাকা উত্তোলন, দলীয় পতাকা অর্ধনমিতকরণ ও কালো ব্যাজ ধারণ।
 
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ,  সহ-দপ্তর সম্পাদক আসাদুল করিম শাহীন, ছাত্রদলের যুগ্ম সম্পাদক মেহবুব মাসুম শান্ত, দপ্তর সম্পাদক আব্দুস সাত্তার পাটোয়ারী, যুবদলের কেন্দ্রীয় সদস্য গিয়াস উদ্দিন মামুন প্রমুখ।

এর আগে গুলশানের রেস্টুরেন্টে নিহতদের স্মরণে দুইদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করে সরকার। আজ মঙ্গলবার এর শেষ দিন।
 
গত শুক্রবার (১ জুন) রাত পৌনে ৯টার দিকে একদল অস্ত্রধারী যুবক ঢাকার কূটনীতিকপাড়া গুলশানের হলি আর্টিসান বেকারিতে হামলা চালায়। সেখানে অবস্থানরত দেশি-বিদেশী ২০ জনকে ধারালো অস্ত্র দিয়ে নৃশংসভাবে হত্যা করে। পরে তারা নিজেরাও সেনাবাহিনীর নেতৃত্বে কমান্ডো অভিযানে নিহত হয়।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়