Friday, July 29

বাংলাদেশে আমার প্রচুর ভক্ত আছে: শ্রাবন্তী

বাংলাদেশে আমার প্রচুর ভক্ত আছে: শ্রাবন্তী

কানাইঘাট নিউজ ডেস্ক: সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে বাংলাদেশ ও এ দেশের দর্শকদের প্রশংসা করলেন টলিউড অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি।

তিনি বলেন, ‘বাংলাদেশে আমার প্রচুর ভক্ত রয়েছে। ওরা সত্যিই বাংলা সিনেমা দেখে। যা কলকাতায় আমরা দেখতে পাই না। বাঙালি ছেলেমেয়েদের নাকি বাংলা সিনেমা দেখতে ইচ্ছে করে না। এদের উপর আমার ভীষণ রাগ হয়। অথচ বাংলাদেশের দর্শক আগে বাংলা সিনেমা দেখে।’

শ্রাবন্তী বলেন, ‘বাংলাদেশে গিয়ে কাজ করার ধরণটা আলাদা। ওখানে গিয়ে কাজ করতে আমার কোনো আপত্তি নেই।

গত ৭ জুলাই বাংলাদেশে মুক্তি পেয়েছে ‘শিকারি’ সিনেমাটি। এখনো দেশে শতাধিক প্রেক্ষাগৃহে প্রদর্শিত হচ্ছে সিনেমাটি। আগামী ১২ আগস্ট কলকাতায় মুক্তি পেতে যাচ্ছে এই সিনেমা।

 

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়