Friday, July 15

মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় মা-মেয়েসহ নিহত ৪

মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় মা-মেয়েসহ নিহত ৪

মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জের ঘিওর উপজেলায় বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষে মা-মেয়েসহ চারজন নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন আরো তিনজন। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

শুক্রবার সকাল ৬টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের তরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

হাইওয়ে পুলিশ জানায়, পাটুরিয়াগামী সোহাগ পরিবহনের বাসের সঙ্গে বিপরীতমুখি একটি পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মানিকগঞ্জ সদর উপজেলার নবগ্রামের জিন্নত আলীর স্ত্রী শেফালি বেগম (৫০) এবং হাসপাতালে নেয়ার পথে তার মেয়ে নারগীস আক্তারসহ (৩০) আরো এক যাত্রী মারা যান।

পরে আহতদের মানিকগঞ্জ সদর ও মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এরপর মানিকগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরো একজনের মৃত্যু হয়।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়